ফেসবুক আর ইনস্টাগ্রামে লাইভ নোটিফিকেশন এনঅ্যাবল করবেন কীভাবে

By Sabyasachi Chakraborty
|

ফেসবুক লাইভ আর ইনস্টাগ্রাম লাইভ নিশ্চয়ই দুটো এক নয়। তবে দুটো যে যার মতো ইউনিক।

ফেসবুক আর ইনস্টাগ্রামে লাইভ নোটিফিকেশন এনঅ্যাবল করবেন কীভাবে

কোনও ইউজার যদি খুব একটা অনলাইনে নাও আসেন, তাহলেও তিনি যখন লাইভ হবেন, তখন নোটিফিকেশন মিলতে পারে। আর ধরা যাক কোনও কারওর ফেভারিট সেলিব্রিটি, তিনি লাইভ হলেন, তাকে মিস করা কি সাজে?

সেই কারণেই ফেসবুক বা ইনস্টাগ্রামে যাকে ফলো করেন, তাদের প্রত্যেকটা লাইভ পেতে বিশেষ ব্যবস্থা আগেভাগে করে রাখা ভাল। কীভাবে নোটিফিকেশন পাবেন জেনে নেওয়া যাক।

ফেসবুক লাইভ নোটিফিকেশন

ফেসবুক লাইভ নোটিফিকেশন

১) ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন

২) যে ফেসবুক পেজটি আপনি চাইছেন, তাতে যান

৩) ফলোয়িং অপশনে ক্লিক করুন

৪) এডিট নোটিফিকেশনস সেটিংসে যান

৫) সিলেক্ট করুন অল লাইভ পোস্টস

এছাড়া যদি সব লাইভ পোস্ট না দেখতে চান তাহলেও অপশন আছে। সাজেস্টেড অপশনে গেলে সর্বোচ্চ তিনটি নোটিফিকেশনের মধ্যে পছন্দের পেজকে বাঁধার অপশনও রয়েছে।

অন্যান্য অপশন

অন্যান্য অপশন

. লাইভ নোটিফিকেশন যদি ডিস্যাবল করতে হয় তাহলে লাইভ নোটিফিকেশন ট্যাবে গিয়ে অল লাইভ পোস্ট ডিসিলেক্ট করতে পারেন।

. আগেই যেটা বললাম, সাজেস্টেড অপশনে গিয়ে দিনে তিনটি নোটিফিকেশনই শুধু প্রতি পেজে পেতে পারেন।

ভারতে লঞ্চ হল Xiaomi Redmi Note 5 Pro: দাম ও স্পেসিফিকেশান ও ফিচার্সভারতে লঞ্চ হল Xiaomi Redmi Note 5 Pro: দাম ও স্পেসিফিকেশান ও ফিচার্স

ইনস্টাগ্রাম লাইভ নোটিফিকেশন

ইনস্টাগ্রাম লাইভ নোটিফিকেশন

বাই ডিফল্ট ইনস্টাগ্রামে লাইভ নোটিফিকেশন থাকে। সমস্যা হচ্ছে, নির্দিষ্ট করে কোনও পেজে আলাদা করে কিছু হয় না।

সেক্ষেত্রে সব অ্যাকাউন্টের ক্ষেত্রেই লাইভ নোটিফিকেশন অফ বা অন করা যায়।

১) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করুন

২) পছন্দের ইনস্টাগ্রাম প্রোফাইলে যান

৩) অ্যাপ সেটিংসে যান

৪) স্ক্রল ডাউন করুন নোটিফিকেশন সেটিংসে যান

৫) অফ অন দুটো বাটনই রয়েছে। যেটা ইচ্ছে

Best Mobiles in India

Read more about:
English summary
You can follow the live videos by getting live notifications from Facebook and Instagram profiles that you follow on following these steps.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X