আপনার ব্যাক্তিগত ছবি ও ভিডিও কিভাবে হাইড করবেন iPhone এ?

|

আপনার গ্যালারিতে যদি প্রাইভেট ছবি থাকে তবে আপনার গ্যালারির ছবি অন্য কাউকে দেখতে দিলে একটু বুক ধড়ফড় তো করেই।

আপনার ব্যাক্তিগত ছবি ও ভিডিও কিভাবে হাইড করবেন iPhone এ?

কিন্ত iOS এর ফটোজ অ্যাপে রয়েছে এমন এক ফিচার যার মাধ্যমে আপনি হাইড করতে পারবেন সিলেক্টেড ছবি ও ভিডিও।

ফলে এর পরে আপনি যদি অন্য কারও হাতে আপনার ফোন তুলে দেন আপনার ঘুরতে যাওয়ার ছবির স্লাইড শো দেখানোর জন্য তাহলে আর চিন্তা করতে হবে না আপনাকে। নিচে জানানো হল কিভাবে হাইড করবেন সিলেক্টেড কিছু ছবি।

কনটেন্ট সিলেক্ট করুন

কনটেন্ট সিলেক্ট করুন

ফটোজ অ্যাপ ওপেন করে যে ফটোগুলি হাইড করতে চান সেগুলি সিলেক্ট করুন। আপনি সিলেক্ট করতে পারেন একটি বা একাধিক ফটো বা ভিডিও।

কিভাবে হাইড করবেন?

কিভাবে হাইড করবেন?

সবকটি ছবি ও ভিডিও সিলেক্ট করলে বটম লিস্ট সোয়াইপ করলে আপনি খুঁজে পাবেন হাইড বাটন। হাইড বাটনে ট্যাপ করলে হাইড হয়ে যাবে আপনার সিলেক্ট করা ফটো, ভিডিও বা দুই।

ছবি তোলার সাথেসাথেই ক্যামেরা অ্যাপ থেকেও আপনি হাইড করতে পারবেন সেই ছবি বা ভিডিও। এর জন্য আপনাকে ক্যামেরা অ্যাপে ফটোজ শর্টকাটে ক্লিক করতে হবে। তবে শেয়ার শিট অ্যাকসেস করতে গেলে আপনাকে আনলক করতে হবে ডিভাইস।

অজানা ১০ টি গুগুল অ্যাপঅজানা ১০ টি গুগুল অ্যাপ

হিডেন কনটেন্ট খুঁজে পাওয়া

হিডেন কনটেন্ট খুঁজে পাওয়া

হিদেন এই ছবি ও ভিডিও আর দেখাআ যাবে না ফটোজ অ্যাপ থেকে। এই মিডিয়াগুলি পাওয়া যাবে শুধুমাত্র অ্যালবাম ট্যাবেন হিডেন ফোল্ডারে। এছাড়াও এই ফাইলগুলি আপনার মোমেন্টস এ আসবে না। আসবে না মেমোরি বা ক্যামেরা রোল এও।

এছাড়াও যদি iCloud এনেবেল করা থাকে তবে ফোনে কোন মিডিয়া ফাইল হাইড করলে তা হাইড হয়ে যাবে বাকি ডিভাইসগুলিতেও।

আনহাইড করা

আনহাইড করা

এবার এই হিডেন ছবিগুলি সিলেক্ট করে আআনহাইড অপশান সিলেক্ট করলেই আনহাইড হয়ে যাবে ছবিগুলি।

Best Mobiles in India

English summary
Apple has developed features that let you hide specific pictures and videos in the Photos app. By using this feature in iOS, you can make sure you hide your photos and videos on iPhone when you stream your slideshow or let someone browse through your gallery.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X