আধারের সাথে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করবেন কীভাবে?

|

ভারতবাসীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিচিয়পত্রের নাম আধার। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার লিঙ্ক বাধ্যতামুলক করতে চলেছে কেন্দ্র।

আধারের সাথে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করবেন কীভাবে?

নতুন নিয়মে আধারের সাথে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামুলক হতে চলেছে। এই উপায়ে একাধিক রাজ্যে একই ব্যাক্তির একাধিক ড্রাইভিং লাইসেন্স বানানো বন্ধ করা যাবে। বন্ধ হবে ভুয়ো লাইসেন্স তৈরীর কারবার।

যেহেতু ড্রাইভিং লাইসেন্স রাজ্য সরকার দেয় তাই প্রত্যেক রাজ্যে ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার লিঙ্কের পদ্ধতি আলাদা হতে পারে। তবে নিয়মে মুল ধারা একই থাকবে।

আধারের সাথে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করতে চাইলে নীচের পদ্ধতি অনুসরন করুন।

যা যা প্রয়োজন

ড্রাইভিং লাইসেন্স ও আদারের তথ্য নিয়ের কাছে রাখুন।

একটি ইন্টারনেট কানেকশান।

একটি কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন।

এবার নীচের পদ্দতি অনুসরন করুন

স্টেপ ১। সড়ক পরিবহন দপ্তরের ওয়েবসাইটে লগ ইন করুন।

স্টেপ ২। লিঙ্ক আধার অপশান সিলেক্ট করুন।

স্টেপ ৩। ড্রপ ডাউন থেকে 'ড্রাইভিং লাইসেন্স’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে 'গেট ডিটেলস’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। ড্রাইভিং লাইসেন্সের তথ্য মিলিয়ে নিন।

স্টেপ ৬। এবার ১২ ডিজিট আধার নম্বর দিন।

স্টেপ ৭। আধারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর দিন।

স্টেপ ৮। 'সাবমিট’ বাটন সিলেক্ট করুন।

স্টেপ ৯। এর পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।

স্টেপ ১০। ওটিপি দিলে ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার লিঙ্ক সম্পূর্ণ হবে।

সাবমিট করার আগে নিজের সব ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে মিলিয়ে নিন। কোন তথ্য ভুল থাকলে নিকটবর্তী আরটিআই অফিসে যোগাযোগ করুন। এই পদ্ধতি একবার হয়ে গেলে ফিরিয়ে আনা সম্ভব নয় তাই শেষ করার আগে ভাল করে সব তথ্য মিলিয়ে নেওয়া বাধ্যতামুলক।

Best Mobiles in India

Read more about:
English summary
In case you are looking forward to linking your Aadhaar details with your driving license, here's our ready-to-use guide for you

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X