আপনার ফোন নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক করবেন কিভাবে?

২০১৮ সাথে ফেব্রুয়ারি মাসের আগে আপনি যদি আপনার আধার নম্বর আপনার ফোন নম্বরের সাথে লিংক না করেন তবে আপনার ফোনে পরিষেবা বন্ধ হয়ে যাবে। দেখে নিন কি করে সেটি করবেন?

|

ভারতে আধার কার্ড এখন যেকোন নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ণ পরিচয় পত্র। আপনার ট্যাক্স রিটার্ন বা রান্নার গ্যাসে ভুর্তুকি, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবেতেই এখন আধার বাধ্যতামুলক।

 
আপনার ফোন নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক করবেন কিভাবে?

এবার আপনার নিজের ফোন নম্বরটি চালু রাখতেও লিংক করতে হবে আপনার আধার নম্বরের সাথে। ২০১৮ সাথে ফেব্রুয়ারি মাসের আগে আপনি যদি আপনার আধার নম্বর আপনার ফোন নম্বরের সাথে লিংক না করেন তবে আপনার ফোনে পরিষেবা বন্ধ হয়ে যাবে।

আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ফোন নম্বরের সাথে আধার নম্বর লিংক করবেন?

 

স্টেপ ১। কাছাকাছি আধার কেন্দ্রে যান।

স্টেপ ২। আধার সংশোধন/আপডেট ফর্মটি নিন। আপনি UIDAI ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন এই ফর্মটি।

স্টেপ ৩।
ফর্মটি পুরন করে জমা দিয়ে দিন। এখানে আপনাকে জানাতে হবে যে আপনি মোবাইল নম্বর আপডেট করতে চান।

স্টেপ ৪। এরসাথে আপনাকে আপনার পাসপোর্ট বা প্যান কার্ডের ফোটোকপি জমা দিতে হবে।

স্টেপ ৫। এরপর আপনাকে বায়োমেট্রিক ভেরুইফিকেশান করতে হবে।

স্টেপ ৬। আপনাকে একটি রসিদ দেওয়া হবে এবং ১০ দিনের মধ্যে আপনার আধার নম্বর মোবাইলের সাথে লিংক হয়ে যাবে।

আপনার মোবাইল নম্বর আধারে লিংক করার পর আপনি যদি সেটা বদলাতে চান তবে আপনি তা অনলাইন করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার পুরোনো নম্বরে OTP আসবে।

স্টেপ ১। UIDAI ওয়েবসাইটে যান এবং 'আধার অনলাইন সার্ভিসে ক্লিক করুন।

স্টেপ ২। এরপর 'আপডেট আধার ডিটেলস'- এ ক্লিক করুন।

স্টেপ ৩। এরপর সেখানে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে সেন্ড OTP তে ক্লিক করুন।

স্টেপ ৪। OTP দিয়ে আপনার নতুন ফোন নম্বরটি দিয়ে দিন।

স্টেপ ৫।
এরপর সেটিকে সাবমিট করে দিন।

বাজেট স্মার্টফোনে আরো প্রতিযোগিতা বাড়িয়ে বাজারে আসছে Lenovo K8 Plusবাজেট স্মার্টফোনে আরো প্রতিযোগিতা বাড়িয়ে বাজারে আসছে Lenovo K8 Plus

Best Mobiles in India

Read more about:
English summary
Take a look at the steps of how to link your Aadhaar with mobile number from below.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X