গুগল অ্যাসিস্ট্যান্টে একসাথে একাধিক কাজ করবেন কীভাবে?

|

এই বছর জুন মাসে লঞ্চ হয়েছিল 'গুগল রুটিনস’। এই ফিচার ব্যবহার করে একটি ভয়েস কমান্ড ব্যবহার করে একাধিক কাজ একবারে করা যায়। স্মার্টফোনে অ্যালার্ম সেট করা ছাড়াও সার্ভিস ব্যবহার করে একাধিক কাজ করা যায়। এছাড়াও একাধিক টাস্ক লিঙ্ক করে একসাথে পরপর কাজ করা যায় স্মার্টফোনে। ফোনের ক্লক অ্যাপ থেকে গুগল রুটিন সেট করার পদ্ধতি দেখে নিন।

গুগল অ্যাসিস্ট্যান্টে একসাথে একাধিক কাজ করবেন কীভাবে?

স্টেপ ১। অ্যালার্ম সেট করার সময় 'Google Assistant Routine’ সিলেক্ট করুন। একটি পেজ ওপেন হবে যেখানে আপনি অ্যালার্ম বন্ধ করার সময় যে কাজ করতে চান সেটি সিলেক্ট করা যাবে।

স্টেপ ২। সেখানে আপনি মিডিয়া ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়াও দিনের আবওহাওয়া, অফিস যাওয়ার পথে রাস্তার খবর, দিনের ক্যালেন্ডার এন্ট্রি, রিমান্ডার সম্পর্কে জানতে পারবেন।

স্টেপ ৩। সিলেক্ট করার পরে কোন ক্রমে এই তথ্যগুলি দেখানো হবে তা সিলেক্ট করতে পারবেন।

স্টেপ ৪। এরপর খবর, পডোকাস্ট বা অডিওবুক শোনার মতো টাস্ক সিলেক্ট করতে পারবেন।

স্টেপ ৫। খবর শোনার সময় ঠিক কোন সংস্থার খবর শুনতে চান তাও সিলেক্ট করা যাবে।

স্টেপ ৬। শেষ হলে ডান দিকে উপরে 'টিক মার্ক’ আইকনে ট্যাপ করুন। সেখানে আপনি লক স্ক্রিনে অ্যাসিস্টেন্টের নোটিফিকেশান দেখতে চান কীনা জানতে চাওয়া হবে। চাইলে 'অ্যাপ্রুভ’ করে দিন।

স্টেপ ৭। এবার অ্যালার্মের নীচে গুগল রুটিন আইকন দেখতে পাবেন। নোটিফিকেশান সরাতে 'মাইনাস’ আইকনটি সিলেক্ট করুন।

সম্প্রতি ভারতে এই সার্ভিস শুরু হয়েছে। এবার গুগল রুটিন সার্ভিস ব্যবহার করে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ স্মার্টফোনে ভয়েস কমান্ড ব্যবহার করে করা যাবে। যা অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আকর্ষনীয় করে তুলছে।

Best Mobiles in India

English summary
Google this year in June introduced Google Routines, a feature that makes the Assistant perform multiple tasks one after another by taking just one voice command.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X