আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাকপ্রুফ বানাবেন কীভাবে

By Sabyasachi Chakraborty
|

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাই যেহেতু বেশি, তাই হ্যাকারদের পয়লা পসন্দ এই ফোন। কারণ তাতে বড় সংখ্যার মানুষকে তিতিবিরক্ত করা যেতে পারে। ফলে অন্যেরা যে যাই করুক, আপনি আগে থেকে সাবধান হতেই পারেন। আপনার ফোনকে হ্যাকপ্রুফ করুন। যদিও আজকাল হ্যাক করা খুব যে কঠিন তা নয়। কিন্তু আপনি আর আপনার পরিচিতরা সেফ থাকুন।

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাকপ্রুফ বানাবেন কীভাবে

শুরুতে জেনে নিন আপনার ফোন হ্যাক হলে কী হবে

হ্যাকার কী করতে পারে

. আপনার ব্যক্তিগত ডেটা অ্যাকসেস করতে পারবে হ্যাকার

. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মায় পাসওয়ার্ড পর্যন্ত লিক হতে পারে

আপনার ব্যক্তিগত ডিটেলস বেআইনি কাজে লাগানো হতে পারে। আপনি জানতেও পারবেন না। এমনকি আপনার কাজবাজের ওপর নজরদারিও চলতে পারে। তারচেয়ে বরং হ্যাকপ্রুফ করুন আপনার ফোন

কীভাবে করবেন

ফোনের পাসওয়ার্ডে অন্যান্য কোনও কিছুর পাসওয়ার্ড ব্যবহার করবেন না

অনেকক্ষেত্রে একই পাসওয়ার্ড নানা জায়গায় ব্যবহার করে থাকি আমরা। কিন্তু পাসওয়ার্ড আলাদা আলাদা দিন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যা ফোনেরও তাই, করবেন না

অ্যান্ড্রয়েডের বিল্ট ইন সিকিওরিটি ব্যবহার

প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই ইন বিল্ট সিকিওরিটি সিস্টেম থাকে। যেমন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন এই জাতীয়। করে রাখুন কোনও একটা

থার্ড পার্টি অ্যাপসে না

গুগল প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে, শুধুমাত্র সেগুলোই ডাউনলোড করুন। থার্ড পার্টি অ্যাপ স্টোর এড়িয়ে চলুন। অন্যান্য ওয়েবসাইট থেকে অ্যাপ লিঙ্ক পেয়ে তা ডাউনলোড করবেন না

ইনস্টল করা অ্যাপের রিভিউ দেখে নিন

অ্যাপে অনেক সময়েই আপডেট দেয়। টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখেই আপডেট করুন। সন্দেহজনক মনে হলেই আনইনস্টল করুন

ডেটা এনক্সিপশন ব্যবহার করুন

ফোনের সিকিওরিটি সেকশনে এনক্রিপ্ট ফোন অপশন এনঅ্যাবল করে রাখুন।

সফটওয়্যার আপ টু ডেট রাখুন

আপনার ফোনে নতুন করে আপডেট এলে নিয়ে নিন। প্রত্যেক আপডেট আগের খামতি পূরণ করে। তাই আপডেটেট থাকুন

শেষের কথা

তবে সবথেকে বড় কথা হুটহাট ভুলভাল ওয়েবসাইটে ঢোকা বন্ধ করুন। যা তা ডাউনলোড করা থেকেও বিরত থাকুন।

হোয়াটসঅ্যাপে শিঘ্রই যোগ হবে সেরা এই ৫টি ফিচারহোয়াটসঅ্যাপে শিঘ্রই যোগ হবে সেরা এই ৫টি ফিচার

Best Mobiles in India

English summary
Billions of people use Android smartphone, and therefore the hackers know that if they target the Android phones, a large number of people will be affected.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X