অ্যানড্রয়েড স্মার্টফোন বা টিভিতে কীভাবে খেলবেন কম্পিউটারের গেম?

|

ল্যাদ খেয়ে কম্পিউটার চালিয়ে গেল খেলতে ইচ্ছা কছেন না? অথবা স্মার্টফোন বা টিইতে কম্পিউটারের গেম খেলার শখ হয়েছে? এই কাজ অবিশ্বাস্য মনে হলেও এখন অ্যানড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটে বা টিভিতে কম্পিউটারের গেম খেলা সম্ভব। Steam Link অ্যাপ ব্যবহার করে কম্পিউটারের গেম যে কোন অ্যানড্রয়েড ডিয়াইসে খেলা সম্ভব। যদিও এই ফিচার iOS গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না।

 
অ্যানড্রয়েড স্মার্টফোন বা টিভিতে কীভাবে খেলবেন কম্পিউটারের গেম?

Steam Link অ্যাপ এর স্টেপ বাই স্টেপ সেট আপে চোখ রাখা যাক।

স্টেপ ১। অ্যানড্রয়েড ডিয়াইসে Steam Link অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন।

 

স্টেপ ২। কম্পিউটারে Steam Link ওপেন করে লগ ইন করুন। কম্পিউটারে এই অ্যাপ না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

স্টেপ ৩। এবার 'Preference’ এ গিয়ে 'In-Home Streaming’ অপশান সিলেক্ট করুন।

স্টেপ ৪। 'Enable Streaming’ চেকবক্স অন করুন।

স্টেপ ৫। কম্পিউটারে Nidia গ্রাফিক্স কার্ড থাকলে 'Advanced Host Options’ সিলেক্ট করে 'Use NVFBC capture on NVIDIA GPU’ সিলেক্ট করুন। (এই ফিচারে স্ট্রিমিং এর সময় সেরা ফ্রেম রেট পাওয়া যায়)।

স্টেপ ৬। এবার মোবাইলে Steam Link অ্যাপ সেট আপ করুন।

স্টেপ ৭। কম্পিউটার ও মোবাইল একই নেটওয়ার্কে কানেক্টেড থাকা বাধ্যতামূলক।

স্টেপ ৮। Steam Link অ্যাপ ওপেন করে শুরুর স্টেপ অনুসরন করুন।

স্টেপ ৯। এবার এই অ্যাপ কন্ট্রোলার পেয়ার করার অপশান চাইবে। কম্পিউটার গেম টাচ কন্ট্রোলে খেলা প্রায় অসম্ভব।

স্টেপ ১০। এবার Steam Link অ্যাপ নিজে থেকেই আপনার কম্পিউটার ডিটেক্ট করে নেবে। এখানে স্পেশান পিন দিয়ে সেট আপ শেষ করুন।

স্টেপ ১১। এবার এই অ্যাপ নেটওয়ার্ক টেস্ট চালাবে। এই অ্যাপ ভালোভাবে চলার জন্য 5 GHz Wifi প্রয়োজন। 2.4 GHz Wifi নেটওয়ার্কে কানেক্টেড থাকলে Steam Link অ্যাপ এরর দেখাতে পারে।

স্টেপ ১২। Settings থেকে স্ট্রিম কোয়ালিটি বদল করতে পারবেন।

স্টস্প ১৩। সেট আপ শেষ হলে 'Start Playing’ বাটনে ক্লিক করে অ্যানড্রয়েড ডিয়াইস থেকে কম্পিউটার গেম খেলা শুরু করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
Here we tell you wondering on how to set up and use this app. Here’s our step-by-step-guide

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X