কম্পিউটার থেকে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করবেন কীভাবে?

By GizBot Bureau
|

এই মুহুর্তে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। ৪০ কোটির বেশি গ্রাহক রয়েছেন এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে। ইন্সটাগ্রাম অ্যাপ থেকে ছবি , ভিডিও স্টোরি সহ একাধিক উপায়ে পোস্ট করা সম্ভব। তবে এই অ্যাপ ব্যবহার করার জন্য মোবাইল থাকলে ভালো। ইন্সটাগ্রামের ওয়েব ভার্সান থেকে বিশেষ কিছু করা সম্ভব নয়। তায় মোবাইল অ্যাপ এই বেশি জনপ্রিয় ইন্সটাগ্রাম।

 
কম্পিউটার থেকে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করবেন কীভাবে?

ডেস্কটপ ইন্টারফেস থেকে শুধুমাত্র অন্য গ্রাহকদের পোস্ট করা ফটো, ভিডিও দেখা সম্ভব। এর সাথেই ডেস্কটপ থেকে নিজের অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করা সম্ভব। আপাতত সীমিত কাজে ডেস্কটপে ইন্সটাগ্রাম ব্যবহার করা যায়। আসুন দেখে নেওয়া যাক ডেস্কটপ থেকে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করার উপায়:

শুরুতেই ডেস্কটপে লেটেস্ট Google Chorome ব্রাউজার ইন্সটল করুন। এরপরে নীচের পরদ্ধতি অনুসরন করুন।

 

স্টেপ ১। ডেস্কটপ থেকে Google Chorome ব্রাউজার ওপেন করুন।

স্টেপ ২। www.instagram.com এ গিয়ে লগ ইন করুন।

স্টেপ ৩। ব্রাউজারের ডান দিকে উপরে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

স্টেপ ৪। এখানে 'More tools’ সিলেক্ট করে 'Developers tools’ এর যান (কি-বোর্ডে Ctrl+Shift+C শর্কাট প্রেস করতে পারেন)।

স্টেপ ৫। 'Developers tools’ পেজে 'Mobile’ আইকনে ক্লিক করুন।

স্টেপ ৬। এবার ওয়েব পেজ রিলোড করুন।

স্টেপ ৭। ওয়েবপেজের নীচে মাঝের দিকে '+’ চিহ্নে ক্লিক করুন।

স্টেপ ৮। এবার যে ছবিটি আপলোড করতে চান তা বারুজ করে সিলেক্ট করুন

স্টেপ ৯। ছবি পোস্ট করার সময় কোন ক্যাপশান লিখতে চাইলে তা লিখে দিন।

স্টেপ ১০। এবার শেয়ার বাটনে ক্লিক করে ডেস্কটপ থেকে আপনার ইন্সটাগ্রাম অয়াকাউন্টে ছবি পোস্ট করতে পারবেন।

Best Mobiles in India

English summary
The desktop version only allows users to view posts shared by others along with some other features like deleting, disabling and downloading Instagram data from accounts.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X