আপনা আপনিই মেসেজ সেন্ড হবে, টাইম সেট করবেন কীভাবে

By Lekhaka
|

ধরা যাক কোনও বন্ধুর জন্মদিন, কিংবা বসকে ঠিক সময় ঠিক মেসেজটি পাঠাতে হবে। কিংবা বছরের এই দিনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। ভুলে যাওয়াটা অসম্ভব নয়। মানুষ তো রে বাবা।

আপনা আপনিই মেসেজ সেন্ড হবে, টাইম সেট করবেন কীভাবে

কিন্তু এই সমস্যার সমাধান আছে। প্লে স্টোরে রয়েছে গুচ্ছের সুবিধা। যা আপনাকে মনে করিয়ে দেবে আপনি যা মনে রাখতে চেয়েও ভুলে যেতে পারেন।

Do It Later

মেসেজ হ্যান্ডেল করতে পারে এই অ্যাপ। পাঁচটি প্লাটফর্মে কাজ করে।

১. জিমেল

২. ইয়াহু

৩. হটমেল

৪. ফেসবুক

৫. ট্যুইটার

মেসেজ শিডিউলার অ্যাপ হিসেবে এটি দারুন।

শুধু মেসেজ টাইপ করতে হবে। কাকে পাঠাবেন ঠিক করবেন। দিন আর সময় ঠিক করবেন। তারপর শুধু সেভ করুন। মেসেজ পাঠানোর আগে আপনার পারমিশন চাইবে অ্যাপ। তখন পাঠানোর ইচ্ছে না হলে, ক্যানসেলও করতে পারেন।

Alpha Messaging

আলফা মেসেজিং-এও কাজ হয়। ইনকামিং কল আর মেসেজের অটো রিপ্লাইয়ের ব্যবস্থাও আছে এতে।

রোজ, সপ্তাহে, মাসে বা বছরে ইভেন্ট ইচ্ছেমতো সেভ করা যাবে।

কোয়াইট মোডে মেসেজ অ্যাকসেস করা যায়। আপনার ইচ্ছেমতো জবাব দেওয়া যায়। আলাদা আলাদা ভাবে আনসার সেভ রাখা যায়।

Schedule SMS

গুগল স্পিচ টু টেক্সটের সুবিধা আছে শিডিউল এসএমএসে।

বিভিন্ন স্পেশাল অকেশনে নানান মেসেজ টেমপ্লেট করা আছে।

তবে একবারের বেশি এতে রিপিট অপশন নেই। আর একটা ঝামেলার, এতে গুচ্ছের অ্যাড আপনাকে বিরক্ত করতে পারে।

SMS Planning

অ্যাডের ঝামেলা ছাড়া সহজ সরল অ্যাপ এই এসএমএস প্ল্যানিং।

প্রত্যেকটা এসএমএস ট্র্যাক করা যাবে। কাকে কখন কী সেন্ড করেছেন, সব রেকর্ড থাকবে।

তবে রিপিট মেসেজের ক্ষেত্রে কিছু অসুবিধা আছে।

ডিফল্ট সিম সেটিংস চিনতে পারে এটি। অন্য সিম ঢোকালেও সেটিকে চিনতে পারে এই অ্যাপ।

আইফোন এক্স এর মতো নচ থাকবে নোকিয়া এক্স এর ডিসপ্লেতে, ১৬ মে লঞ্চআইফোন এক্স এর মতো নচ থাকবে নোকিয়া এক্স এর ডিসপ্লেতে, ১৬ মে লঞ্চ

Best Mobiles in India

Read more about:
English summary
Want to know how to schedule messages to send automatically? Google Play Store has an amazing collection of apps that are designed to serve this need.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X