আপনার অ্যানড্রয়েড ফোনে কিভাবে ব্যাবহার করবেন অ্যামাজন অ্যালেক্সা

অ্যামাজন তাদের ইন্টিলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সম্পর্কে বলে, "অলওয়েজ রেডি, কানেক্টেড অ্যান্ড ফাস্ট"। অ্যামাজন ইকো ও পরে অ্যামাজন ইকো ডটের জন্য তৈরী এই ভয়েস অ্যাসিস্টেন্টে মোবাইল ডিভা

|

অ্যামাজন তাদের ইন্টিলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সম্পর্কে বলে, "অলওয়েজ রেডি, কানেক্টেড অ্যান্ড ফাস্ট"। অ্যামাজন ইকো ও পরে অ্যামাজন ইকো ডটের জন্য তৈরী এই ভয়েস অ্যাসিস্টেন্টে মোবাইল ডিভাইসেও চলতে সক্ষম। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সকালে সুভেচ্ছা বার্তা দেওয়া থেকে শুরু করে বলে দেবে দিনের সব গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও চালাতে পারে যে কোন গান, টু-ডু লিস্ট, সেট করতে পবে অ্যালার্ম এছাড়াও অনেক কিছু। এই সবকিছুর জন্যই থাকতে হবে শুধু একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশান।

আপনার অ্যানড্রয়েড ফোনে কিভাবে ব্যাবহার করবেন অ্যামাজন অ্যালেক্সা

আপনার অ্যানড্রয়েড ডিভাইসে রয়েছে হয় গুগুল অ্যাসিস্ট্যান্ট বা স্যামসাং ফোনে রয়েছে বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও iOS গ্রাহকরা ব্যাবহার করেন সিরি। এখন অ্যালেক্সা শুধুমাত্র HTC U11 আর Huawei Mate 9 ফোনদুটিতে পাওয়া গেলেও যে কোন ফোনে কনফিগার করা যাবে অ্যামাজনের এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আসুন দেখে নেওয়া যাক পেওতিটি স্টেপ,

স্টেপ ১। অ্যামাজন অ্যালেক্সা অ্যাপটি ডাউনলোড করে পনার ফোনে ইনস্টল করুন।

স্টেপ ২। এবার অ্যালেক্সা অ্যাপ ওপেন করলে আপনার স্ক্রিনের নিচে মাঝের দিকে একটি নীল রঙের আইকন দেখতে পাবেন।

স্টেপ ৩। এই বাটনে ট্যাপ করে চালু করুন অ্যাপটি। এই সময় কিছু পার্মিশান চাইবে অ্যালেক্সা অ্যাপ।

স্টেপ ৪। এবার সবকটি পার্মিশান অ্যালাউ করুন

স্টেপ ৫। এবার ডান বাটনে ট্যাপ করে আপনার ফোনে অ্যালেক্সা ব্যাবহার শুরু করুন।

স্টেপ ৬। এবার আপনার ফোনে নীল রঙের বোতাম এলে ফোনের সাথে কথা বলা শুরু করুন।

স্টেপ ৭। সেট আপ শেষ। এবার এই নীল বোতাম ট্যাপ করেই ব্যাবহার করতে পারবেন অ্যালেক্সা অ্যাপ।

কি-বোর্ড শর্টকাট দিয়ে কিভাবে ওপেন করবেন গুগুল ক্রোমের শর্টকাট?কি-বোর্ড শর্টকাট দিয়ে কিভাবে ওপেন করবেন গুগুল ক্রোমের শর্টকাট?

Best Mobiles in India

Read more about:
English summary
A step-by-step guide to get you started with Amazon Alexa smart assistant on your Android smartphone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X