কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?

|

ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টফোনে 'ফেস-আনলক' ফিচার। বেশি দামের প্রায় সব ফোনেই এখন থাকছে এই ফিচার। এবার বাজেট ফোনেও আসতে শুরু করেছে নতুন এই সিকিউরিটি ফিচার।

 
কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?

কিছু স্মার্টফোন কোম্পানি নতুন ভেরিয়েন্টে শুরু করেছে এই ফিচার আবার কিছু কোম্পানি তাদের পুরনো ফোনে শুরু করেছে OTA আপডেটের মাধ্যমে এই ফিচার চালু করা।
কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?

iVOOMI i1এ এলো ফেস আনলক

ভারতের স্মার্টফোন বাজারে অন্যতম নতুন কোম্পানি iVOOMI। তাদের নতুন iVOOMI i1 এ র‍্যেছে ফেস আনলক আর ৫.৪৫ ইঞ্চিফুল স্ক্রিন HD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও রয়েছে রিয়ার ডুয়াল ক্যামেরা সেট-আপ।

 

এছাড়াও iVOOMI i1 এর পিছনে রয়েছে ওয়ান টাচ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন iVOOMI i1। এছাড়াও মাইক্রো এস-ডি কার্ডের সাহায্যে ফোনের মেমোরি 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের ব্যাটারি 3000mAh।

কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?

কত দাম? কোথায় পাবেন?

ফ্লিপকার্টে iVOOMI i1 এর দাম ৭,৪৯৯ টাকা। যদিও জিও ফুটবল অফারে আপনি পেয়ে যাবেন ২২০০ টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও ৩১ মার্চের আগে এই ফোন কিনলে আপনি কোম্পানির তরফে পাবেন ২ বছরের ওয়ারেন্টি।

কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?

iVOOMI i1S এ কিভাবে এনেবেল করবেন ফেস আনলক ফিচার?

iVOOMI i1S এ ইনফ্রারেড ক্যামেরার বদলে সেলফি ক্যামেরা দিয়ে কাজ করে ফেস আনলক ফিচার। নিচে দেখে নিন কিভাবে এনেবেল করবেন এই ফিচার,

১। সেটিংস এ যান।

২। সিকিউরিটি ও পাসওয়ার্ডে ট্যাপ করুন।

৩। ফেস আনলক সিলেক্ট করুন। এখানে আপনার পিন বা পাসওয়ার্ড দিতে বলবে।

৪। অ্যাড ফেস ডাটা -য় ট্যাপ করুন।

৫। এবার বক্সে নিজের মুখ অ্যালাইন করুন।

৬। এবার ফিনিশে ট্যাপ করুন।

সবশেষে এনেবেল করুন ফেস আনলক ফিচার এনেবেল করুন।

মাত্র ৯১৫ টাকায় লঞ্চ হল নতুন ফিচার ফোন টিউবলাইটমাত্র ৯১৫ টাকায় লঞ্চ হল নতুন ফিচার ফোন টিউবলাইট

Best Mobiles in India

Read more about:
English summary
iVoomi i1s is a budget smartphone with face unlock technology. The smartphone sports a 5.45-inch HD+ screen with 18:9 aspect ratio and also features a dual-lens camera setup. It is priced at Rs. 7,499 on Flipkart; however you can avail the Jio Football Offer of Rs.2200 instant cashback, which brings down the price to Rs. 5,299.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X