অনেক রকম ডিভাইস থেকে ব্রাউজার ডেটা সিঙ্ক করবেন কীভাবে

অনেক রকম ডিভাইস থাকলে একটা ডিভাইস থেকেই পছন্দের ব্রাউজিং সিঙ্ক করার পদ্ধতি।

By Sabyasachi Chakraborty
|

আজকাল ইউজারদের কথা মাথায় রেখে প্রায় সবরকম ব্রাউজারেই সিঙ্কিং ক্যাপাবিলিটি থাকে। সাধারণত, আপনার যতগুলি ডিভাইস রয়েছে, তাতে আপনার পছন্দের সাইট, ডেটা, বুকমার্ক, হিস্ট্রি, পাসওয়ার্ড সমেত নানান কিছু থেকে যায় সিঙ্কিং-এর মাধ্যমে।

অনেক রকম ডিভাইস থেকে ব্রাউজার ডেটা সিঙ্ক করবেন কীভাবে

আজকে আমরা বলব, আপনার পছন্দের বুকমার্কটিকে কীভাবে আপনার বিভিন্ন রকম ডিভাইসের কাছে একবারেই পৌঁছে দেবেন।

গুগল ক্রোম

গুগল ক্রোম

একদম শুরুর দিন থেকেই গুগল ক্রোমে সিঙ্কিং সার্ভিস সাপোর্ট করে। আপনার ইমেল আইডি দিয়ে যখনই আপনি ব্রাউজারে লগ ইন করবেন, আপনা আপনিই এটি আপনার হিস্ট্রি, বুকমার্ক, ইউজারনেম-পাসওয়ার্ড সহ নানান বিষয় সিঙ্ক করে নেবে। বুকমার্ক ছাড়াও অ্যাপস, ফর্মস, এক্সটেনশনস, হিস্ট্রি, পাসওয়ার্ড, সেটিংস, থিমস কিংবা ওপেন থাকা ট্যাবও সিঙ্ক করে নিতে পারে গুগল ক্রোম। ইচ্ছে হলে সিঙ্কিং-এর অপশনও পাল্টে নিতে পারেন।

তিনটি ডট ওয়ালা বাটনে ক্লিক করুন, সেখান থেকে সেটিংস এ যান। সেখানেই সিঙ্ক অপশনে ক্লিক করুন। আপনার ব্রাউজারের ঠিক কোন জায়গাটি আপনি অ্যাপস, অটোফিল ডেটা, বুকমার্কস, এক্সটেনশনস, ব্রাউজার হিস্ট্রি, পাসওয়ার্ড ও অন্যান্য বিষয় দিয়ে সিঙ্ক করতে চাইছেন, সেটাও ঠিক করতে পারেন আপনিই। Sync everything অপশনে গিয়ে সমস্ত অপশন অন কিংবা অফ করার সুবিধাও পেতে পারেন।

 

মাইক্রোসফট এজ
 

মাইক্রোসফট এজ

মাইক্রোসফট এজের মধ্যে দিয়েও ডেটা সিঙ্ক করার ব্যবস্থা রয়েছে। সিঙ্ক করার আগে, অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর টাইপ করুন Sync. এরপর Sync your settings-এ গিয়ে সিঙ্ক বাটন টার্ন অন করে দিন।

মোজিলা ফায়ার ফক্স

মোজিলা ফায়ার ফক্স

গুগল ক্রোমের মতোই এই ব্রাউজারে একই রকম সিঙ্কিং অপশন রয়েছে। ওপরে ডান দিকের কোনে রয়েছে সেটিংস বাটন। ওখানেই পাবেন Sign in to Sync. সেখানে গিয়ে এরপর সাইন ইন করার পর তবে সিঙ্ক করুন। এরপর গোটা ব্রাউজারের মধ্যে ঠিক কোন জায়গায়টা সিঙ্ক করতে চাইছেন, তা কোনও পেজে ঢুকে ঠিক করে নিন। হয়ে গেলে ক্লিক করুন, Save settings-এ।

Best Mobiles in India

English summary
These days, most of the browsers come with Syncing capabilities in order to help the users. Today, we show you how to bookmark all your preferences across devices.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X