অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম সিঙ্ক করবেন কীভাবে

By Lekhaka
|

নতুন ফোন কিনলেই প্রথমেই আমরা আমাদের ফেভারিট অ্যাপ আর গেম ডাউনলোড করে ফেলি। আর যারা গেমের ভক্ত তাদের তো বেশি বেশি করে গেম চাই।

অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম সিঙ্ক করবেন কীভাবে

আগের ডিভাইসে অনেক্ষণ গেম খেলার পর নতুন ডিভাইসে যদি সেই গেম নতুন করে খেলা শুরু করতে হয়। তা বেশ বিরক্তিকর। তবে যদি দুটো ডিভাইসই অ্যান্ড্রয়েড ডিভাইস হয়, তা হলে নো চিন্তা। গুগলের কাছে রয়েছে এই সমস্যার সমাধান। রয়েছে Play Games app.

গেম খেলার জন্য যাবতীয় কিছু পাবেন এই Play Games app-এ। প্লে স্টোরে ফ্রিতেই পাবেন। সাইন ইন করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে প্রথমে। আপনার কী কী গেম ফোনে রয়েছে, অ্যাপ তার একটা লিস্ট করে ফেলবে। শুধু তাই নয়, গেমিং-এর ডেটাও ট্র্যাক করে রাখবে এটি। অনেক রকম ডিভাইসেও যদি আপনি গেম খেলে থাকবেন, তা থেকে যাবে Play Games app-এ।

Play Games app-এর লেটেস্ট ভার্সান ডাউনলোড করে ফেলুন আগে। পুরোনো আর নতুন, দুটো ডিভাইসেই এই অ্যাপ রাখুন। এবার পর পর যা বলা হচ্ছে করুন

১. পুরোনো ডিভাইসের যে গেম সিঙ্ক করতে চাইছেন ওপেন করুন।

২. পুরোনো গেমের মেনু ট্যাবে যান

৩. গুগল প্লে অ্যাভেলেবল হেয়ার অপশন পাবেন। সিলেক্ট করুন

৪. সেভ প্রগ্রেস বলে একটা অপশন পাবেন সেখানে

৫. সেভ করা ডেটা গুগল ক্লাউডে চলে যাবে

৬. নতুন ডিভাইসে অ্যাকসেস করে নিন

৭. Play Games app আপলোড করুন নতুন ডিভাইসে

৮. ওই গেমটা আবার ইনস্টল করুন

৯. গুগল প্লে ট্যাবে যান

১০. লোড অপশন বাছুন

১১. গুগল সার্ভারে থাকা সেভড ডেটা অ্যাকসেস করে নেবে অ্যাপটি

১২. অ্যাপ বা গেমটি রিস্টার্ট নেবে ডেটা আপডেট শেষ হওয়ার পর

১৩. পুরোনে ডিভাইসে যেখানে গেম শেষ করেছেন, নতুন ডিভাইসে সেখান থেকে শুরু করতে পারবেন

এর মানে এই নয় যে পুরোনো ডিভাইসে দেম ডেটা উড়ে গেল। ইচ্ছে হলে পুরোনো ডিভাইসেও খেলতে পারেন। শুধু এই পদ্ধতিটা করতে হবে বারবার। দুটো নয়, অনেক ডিভাইসেই এভাবে গেম ডেটা সেভ করে রাখা যায়। আর যত ইচ্ছে গেমের ডেটা আপনি সেভ করে রাখুন।

Best Mobiles in India

Read more about:
English summary
After devoting hours to the game on your previous device, starting all over again may not seem that attractive an option. Here's how to sync your process.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X