Instagram স্টোরিকে সাজানোর ৫টি সহজ টোটকা

By GizBot Bureau
|

ইন্সটাগ্রামে ছবি পোস্ট করা খুবই সহজ। কিন্তু আমরা কেউই সঠিক নিয়মে পোস্ট করতে না পারায় কেউ সেই পোস্টে নজর দেন না। ছবি তুলে তা সাথে সাথেই পোস্ট না করে একটু সময় নিয়ে সঠিক ভাবে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলে তা মন জয় করতে পারে আপনার ইন্সটাগ্রাম ফলোয়ারদের। সঠিকভাবে স্টোরি পোস্ট না করলে তা ফলোয়ারদের বিরক্তির কারন হয়ে ওঠে অনেক সময়।

Instagram স্টোরিকে সাজানোর ৫টি সহজ টোটকা

আর তাই সঠিকভাবে ছবি পোস্ট করা খুবই জরুরি। এর মাধ্যমেই ফলোয়াররা আপনার স্টোরিতে এনগেজ হওয়া শুরু করবেন। এছাড়াও আপনার জীবনে এই মুহুর্তে কি ঘটছে তা আপনার ভালোবাসার মানুষগুলিকে জানানোর এটি একটি উল্লেখযোগ্য মাধ্যম। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আরও আকর্ষনীয় করে তুলবেন ইন্সটাগ্রামে স্টোরিগুলে?

স্টোরির গুনমানই সবকিছু

সবথেকে জরুরি নিজের স্টোরিতে যে ছবিগুলি পোস্ট করছেন তার গুনমান সঠিক থাকা। সঠিক আলো ও ফোকাস সাধারন ছবিকে অসাধারন করে তোলে। যা আকর্ষিত করবে আপনার ইন্সটাগ্রাম ফলোয়ারদের। এছাড়াও ততটাই এডিট করা উচিত যাতে ছবিটি ন্যাচারাল দেখায়।

কেন পোস্ট করছেন স্টোরিটি?

হঠাত করে কোন স্টোরি পোস্ট করলে তা মন জয় করবে না ফলোয়ারদের। পোস্টের আগে নিজের জানা প্রয়োজন কেন করছেন নির্দিস্ট কোন পোস্ট। আর ছবির উপরে অনেক লেখা লিখে তা পোস্ট করার কোন মানে হয় না। বেশি লেখা পড়তে পছন্দ করেন না কেউই। তাই হ্যাশট্যাগ, টাইমস্ট্যাম্প ফিচারগুলি বেশিকরে ব্যাবহার করুন। মাথায় রাখবেন ছবির উপরে যত কম লেখা থাকবে সেই পোস্ট ততই আকর্ষন করবে ফলোয়ারদের।

কৌতূহলী পোস্ট করুন

আপনার পোস্টে কৌতূহল রাখুন। বুমেরাং, ফেস ফিল্টারগুলি ট্রাই করুন। ভিডিওতে ট্রাই করে দেখতে পারেন হ্যান্ডস ফ্রি মোড বা স্টপ মোশান মোডগুলি। সাধারন ছবি বা ভিডিও পোস্ট না করে এইভাবে পোস্ট করলে না ফলোয়ারদের নজর কাড়তে বাধ্য।

ফলোয়ারদের যুক্ত করুন

আপনার পোস্টে ফলোয়ারদের যুক্ত করার সবথেকে সহজ উপায় অবশ্যই প্রশ্ন করা। ইন্সটাগ্রাম স্টোরির মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করুন আপনার ফলোয়ারদের। এইভাবে আপনি নিজের পোস্টে যুক্ত রাখতে পারবেন ফলোয়ারদের।

একটু হাটকে ভাবুন

অন্যরা কেমন স্টোরি পোস্ট করছেন সেটি দেখুন। এবং তা মন দিয়ে বিচার করুন। কোন ইউজারের পোস্ট কেন বেশি জনপ্রিয় হচ্ছে তা বুঝতে না পারলে কখনই নিজে জনপ্রিয় পোস্ট করা সম্ভব নয়। আর এর সাথেই নিজেকে একটি ক্রিয়েতীভ হোটে হবে। বিভিন্ন থার্ড পার্ট অ্যাপ ব্যাবহার করে আপনি নিজের পোস্টগুলি অন্যদের থেকে আলাদা করে তুলতে পারেন।

তবে একটি জিনিস মাথায় রাখা প্রয়োজন যে ইন্সটাগ্রামে লাইক পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। তাই কখনো যদি আপনার পোস্টে লাইক না পড়ে তাহলে ভেঙ্গে পড়বেন না। মাথায় রাখবেন জীবনে ইন্সটাগ্রাম বা ফেসবুকে লাইক পাওয়ার থেকেও বড় অনেক কাজ রয়েছে।

এই মুহুর্তের সেরা ৫টি ট্রেন্ডিং স্মার্টফোনএই মুহুর্তের সেরা ৫টি ট্রেন্ডিং স্মার্টফোন

Best Mobiles in India

English summary
Use these 5 tips to make your Instagram stories engaging

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X