অ্যাপ ছাড়া কিভাবে বুক করবেন ওলা ও উবের?

|

ট্যাক্সি বুক করার সময় আমরা আজকাল পকেট থেকে ফোন বার করেই খুলে ফেলি ওলা বা উবের অ্যাপ। কিন্তু আপনি যদি অফিসে বা অন্য কোথাও কম্পিটারের সামনে থাকেন তবে ওলা বা উবের বুক করার জন্য ফোনের প্রয়োজন হয় না। কম্পিউটার থেকেই বুক করা যায় এই ট্যাক্সিগুলি।

অ্যাপ ছাড়া কিভাবে বুক করবেন ওলা ও উবের?

ডেক্সটপ থেকে সরাসরি ওলা বুক করা গেলেও উবের বুক করারা জন্য আপনাকে একটি অতিরিক্ত স্টেপ ফলো করতে হবে। আসুন দেখে নেওয়া যাক কম্পিউটার থেকে কিভাবে বুক করবেন ওলা বা উবের।

কম্পিটার থেকে কিভাবে উবের বুক করবেন?

ফোন থেকে খুব সহজেই বুক করা যায় উবের। উবের ওয়েবসাইট কম্পিউটারে না খুললেও মোবাইল সাইট খুলে বুক করা যায় উবের।

১. কম্পিউটার থেকে m.uber.com খুলুন।

২. এরপর নিজের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৩. এবার আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। এই OTP টি ট্যাক্সি বুক করার সময় প্রয়োজন হবে।

৪. এবার লোকেশান সার্ভিস অন করতে বলবে আপনার ব্রাউজার। লোকেশান সার্ভিস অন করে বুকিং স্ক্রিনে যান।

৫. এবার পিক আপ আর ড্রপ লোকেশান সিলেক্ট করুন।

৬. এরপর আপনি যে ধরনের ট্যাক্সি বুক করতে চান তা সিলেক্ট করুন। এছাড়াও সিলেক্ট করুন পনার পেমেন্ট মেথড।

৭. এরপর রিকোয়েস্ট উবের বুকস এ ক্লিক করে বুক করে ফেলুন আপনার ট্যাক্সি।


উবের অ্যাপ ফর উইন্ডোজ

এছাড়াও আপনার উইন্ডোজ ডেক্সটপে আরও সহজে বুক করতে পারবেন উবের অ্যাপ। এর জন্য আপনাকে ইন্সটল করতে হবে উবের ফর উইন্ডোজ অ্যাপ। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করে এই অ্যাপ।

যদিও অ্যাপে ট্যাক্সি বুক করতে আগের মতোই একই উপার ফলো করতে হবে।

উবের

যদিও ম্যাক উইজারদের জন্য কোন উবের অ্যাপ নেই। তবে Fastlane নামক একটি অ্যাপ ব্যাবহার করে আপনি ম্যাক থেকে বুক করতে পারবেন উবের ক্যাব।

এছাড়াও মাইক্রোসফটের সাথে হাত মিলিয়ে Office 365 থেকেও বুক করা যাচ্ছে উবের। আপনি যদি Office 365 এর সাবস্ক্রাইবার হন তাহলে ক্যালেন্ডার ব্যাবহার করে ক্যাব রাইড সেট করতে পারবেন।

কম্পিউটার থেকে কিভাবে বুক করবেন ওলা?

কম্পিউটার থেকে ওলা বুক করা খুবই সহজ

১. কম্পিউটার থেকে www.olacabs.com খুলুন।

২. বাঁ দিকের বক্সে পিক আপ ও ড্রপ লোকেশান দিয়ে দিন।

৩. ক্যাব সার্চ করুন।

এরপর আপনি দেখে নিতে পারবেন গাড়ির লিস্ট সেখান থেকে পছন্দ করে নিতে হবে আপনার ট্যাক্সিটি। এরপর আবার নিচের স্টেপগুলি ফলো করতে হবে

৫. নিদ্দিষ্ট জায়গায় আপনার ফোন নম্বর দিন

৬. এরপর আপনি জিনের ফোনে একটি OTP পাবেন।

এটি শুধু প্রথমবার করতে হবে। ফলে পরের বার থেকে আর সাইন ইন করতে হবে না আপনাকে।

তবে মাথায় রাখবেন কম্পিউটার থেকে ক্যানসেল করা যায় না বুক করা ক্যাব। কম্পিউটার থেকে একবার বুক করে ফেললে আপনাকে মোবাইল অ্যাপ খুলে ক্যানসেল করতে হবে সেই বুকিং।

কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?

Best Mobiles in India

Read more about:
English summary
It is not necessary to have the app to book Ola, Uber. You also can use the computer to book them.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X