Just In
এয়ারটেল ডিজিটাল টিভির সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর বদল করবেন কীভাবে?
টেলিকম দুনিয়ার সঙ্গেই ডিটিএইচ দুনিয়াতেও সমান জনপ্রিয় এয়ারটেল। কোম্পানির কানেকশনে অনেক চ্যানেল থাকার কারণে এয়ারটেল ডিটিএইচকেই বেছে নেন অনেক গ্রাহক। সব এয়ারটেল ডিটিএইচ কানেকশনের সঙ্গে একটি মোবাইল নম্বর সংযুক্ত থাকে। তাই মোবাইল নম্বর পরিবর্তন করলে এয়ারটেল ডিটিএইচ এর রেজিস্টার্ড নম্বর পরিবর্তন করার প্রয়োজন হয়।

কিন্তু এয়ারটেল ডিটিএইচ কানেকশনের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর কীভাবে পরিবর্তন করবেন বুঝতে পারছেন না? এই প্রতিবেদনে দেখে নেব সেই উপায়।
কয়েকটি সহজ ধাপের মাধ্যমে এয়ারটেল ডিটিএইচ-এর রেজিস্টার্ড মোবাইল নম্বর বদল করা সম্ভব। এই জন্য আপনাকে নিজের কানেকশনের কাস্টমার আইডি জানতে হবে।
স্টেপ ১। এয়ারটেল ডিটিএইচ এর অফিশিয়াল ওয়েবসাইট (https://www.airtel.in/airtel-update-rtn/digitaltv-rtnhome) ওপেন করুন।
স্টেপ ২। নিজের এয়ারটেল ডিজিটাল কাস্টমার আইডি এন্টার করে সাবমিট করুন।
স্টেপ ৩। এখানে আপনার প্ল্যান ও রিচার্জের অঙ্ক দিয়ে কনফার্ম করতে হবে।
স্টেপ ৪। এবার নতুন মোবাইল নম্বর এন্টার করুন।
স্টেপ ৫। 'চেঞ্জ নাম্বার’ বাটনে ট্যাপ করুন।
স্টেপ ৬। এবার নতুন নম্বরে একটি ওটিপি পাবেন। এই ওটিপি দিয়ে কনফার্ম করুন।
এয়ারটেল ডিটিএইচ কানেকশনের কাস্টমার আইডি জানবেন কীভাবে?
একাধিক উপায়ে নিজের এয়ারটেল ডিটিএইচ কানেকশনের কাস্টমার আইডি জানতে পারবেন।
এসএমএস ও মিসড কলের মাধ্যমে কাস্টমার আইডি জানার উপায়
রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে BAL লিখে ৫৪৩২৫ নম্বরে এসএমএস পাঠালে কাস্টমার আইডি জানতে পারবেন। এছাড়াও রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০৮১৩০০৮১৩০০ নম্বরে মিসড কল দিয়ে জানা যাবে কাস্টমার আইডি।
ইপিজি ব্যবহার করে কাস্টমার আইডি জানার উপায়
এয়ারটেল ডিজিটাল টিভি প্ল্যাটফর্মেও আপনার কাস্টমার আইডি দেখা যাবে। সেট টপ বসে ইলেকট্রনিক্স প্রোগ্রাম গাইড বিভাগে গিয়ে দেখে নেওয়া যাবে কাস্টমার আইডি।
স্টেপ ১। রিমোটে মেনু বাটনে ট্যাপ করে 'মাই অ্যাকাউন্ট’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ২। এবার স্ক্রিনে কাস্টমার আইডি ভেসে উঠবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470