iPhone ও Android-এ Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদলের সহজ উপায়

By GizBot Bureau
|

নিজের প্রয়োজনে বা বন্ধুবান্ধবের আবদারে নিজের ফোনের Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড অনেকেই জেনে যান। আপনার ডাটা যেন অন্য কেউ ব্যবহার করতে না পারেন সেই জন্য নিয়মিত ফোনের Hotspot এর পাসওয়ার্ড বদল করা প্রয়োজন। নিজের ল্যাপটপ, Mac, স্মার্ট টিভিতে ফোনের ইন্টারনেট ব্যবহারের জন্য Hotspot একটি অত্যন্ত প্রয়োজনীয় ফিচার।

iPhone ও Android-এ Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদলের সহজ উপায়

নিজের সুরুক্ষা নিশ্চিত করতে ইমেল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেমন নিয়মিত বদল করতে হয়, Wi-Fi Hotspot তার ব্যতিক্রম নয়। অনেক সময় বন্ধু-বান্ধব ও পরিচিত ব্যাক্তিদের নিজের Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বলে দি। পরে আমরা আর তা বদল করার কথা ভাবি না। এই ভাবেই আপনার ফোন ও Wi-Fi Hotspot এর মাধ্যমে কানেক্টেড অন্য ডিভাইসগুইলি হ্যাক হতে পারে। আসুন দেখে নি Android ও iosএ কীভাবে Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদল করে নেবেন?

Android এ Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদল

স্টেপ ১। ফোনে সেটিংস ওপেন করুন

স্টেপ ২। Wireless & networks সেকশানে 'More’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। Tethering & portable hotspot অপশান ট্যাপ করে Portable Wi-Fi hotspot সিলেক্ট করুন।

স্টেপ ৪। এখানে Setup Wi-Fi hotspot সিলেক্ট করুন।

স্টেপ ৫। এখানে Hotspot এর নাম ও পাসওয়ার্ড বদল করে সেভ করে দিন।

আলাদা কোম্পানির ফোনে আলাদা রকম সেটিংস থাকে। তবে বেশিরভাগ Android ফোনেই এই সেটিংস থেকে Hotspot এর পাসওয়ার্ড বদল করতে পারবেন।

iPhone এ Wi-Fi Hotspot এর পাসওয়ার্ড বদল

স্টেপ ১। iPhone এ সেটিংস ওপেন করুন

স্টেপ ২। Personal hotspot অপশান সিলেক্ট করুন।

স্টেপ ৩। Wi-Fi ও Bluetooth চালু রাখুন।

স্টেপ ৪। Wi-Fi password এ ট্যাপ করে পছন্দের পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।

সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের জন্য পাসওয়ার্ডে অক্ষর ও সংখ্যা দুই ব্যবহার করুন। পাসওয়ার্ডে নিজের নাম, ফোন নম্বর, জন্মদিন, ফোন নম্বরের মতো তথ্য ব্যবহার করবেন না। এই পাসওয়ার্ড সহজেই হ্যাক করা সম্ভব। এর সাথেই পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেকটার ব্যবহার করে পাসওয়ার্ডটি জটিল করে তুলতে পারেন। এর মাধ্যমে আপনার hotspot হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়।

<br>OnePlus 6 থেকে Redmi Y2, Amazon-এ সেরা পাঁচটি স্মার্টফোন
OnePlus 6 থেকে Redmi Y2, Amazon-এ সেরা পাঁচটি স্মার্টফোন

Best Mobiles in India

Read more about:
English summary
How to change or update the Wi-Fi hotspot password on your smartphone, simply follow the steps below.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X