অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা বদল করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। প্রচারের পালে হাওয়া লেগেছে। কিন্তু সম্প্রতি ঠিকানা বদল হওয়ার কারনে আপনি ভোট দিতে পারবেন কি না নিশ্চিত নন। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে নির্বাচন কমিশন। এখন অনলাইনে ভোটার কার্ডের একাধিক তথ্য বদল করার সুযোগ করে দিয়েছে কমিশন। এর ফলে সহজেই অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা বদল করে নেওয়া যাবে।

অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা বদল করবেন কীভাবে?

অনলাইনে ফর্ম ৬ জমা দিয়ে ভোটার কার্ডের ঠিকানা বদল করা যাবে। ফর্ম ৬ ব্জমা দিতে এই ওয়েবসাইটে লগ ইন করুন - https://www.nvsp.in/Forms/Forms/form6। একই ওয়েবসাইট থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা যাবে। তবে মনে রাখনে একসাথে একাধিকজ ভোটা কার্ড নিজের কাছে রাখা দন্ডনীয়।

১। লোকসভা কেন্দ্র বদল, ঠিকানা বদল অথবা নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য ফর্ম ৬ পূরণ করতে হবে।

২। এর জন্য প্রয়োজন একটি পাসপোর্ট সাইজ ফটো, ঠিকানা আর বয়সের প্রমাণপত্রের ডিজিটাল স্ক্যান।

৩। বয়সের প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স আর আধার কার্ড ব্যবহার করা যাবে।

৪। ঠিকানার প্রমাণের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, আয়কর নথি, বাড়ি ভাড়ার নথি, জলের বিল, টেলিফোন বিল, ব্যাঙ্কের পাসবই, গ্রাস কানেকশানের কাগজ, ইলেকট্রিক বিল ব্যবহার করা যাবে।

৫। এবার www.nvsp.in ওপেন করুন।

৬। এবার ঠিকানা বদলের অনলাইন আবেদন দিলেক্ট করুন।

৭। ডান দিকে উপরে ফর্ম ৬ এর ভাষা পছন্দ করুন।

৮। ছয়টি ধাপে ফর্ম ৬ পূরণ করুন।

৯। ফর্ম ৬ পূরণ হয়ে গেলে আপনাকে একটি রেফারেন্স নম্বর নেওয়া হবে। এই নম্বরটি লিখে রাখুন।

Best Mobiles in India

Read more about:
English summary
Here is the how to apply online for registration of a new voter or get your name included in the electoral roll for the nearest constituency.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X