গুগল ম্যাপস ব্যবহার করে পার্কিং খুঁজবেন কীভাবে?

By Gizbot Bureau
|

যে কোন শহরে গাড়ি নিয়ে বেরোলে পার্কিং এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। গোটা দেশেই কম বেশি এই সমস্যা রয়েছে। অনেক সময় গন্তব্য থেকে অনেক দূরে গাড়ি পার্ক করতে হয়। এছাড়াও অসুরক্ষিত জায়গায় পার্ক করার কারণে মাথায় চিন্তা থেকেই যায়। এবার পার্কিং খোজার সমস্যা দূর করতে হাজির হল গুগল ম্যাপস। জনপ্রিয় এই ন্যাভিগেশন অ্যাপের নতুন ফিচার ব্যবহার করে নিকটবর্তী কোন জায়গার পার্কিংয়ের জায়গা ফাঁকা রয়েছে দেখে নেওয়া যাবে।

 
গুগল ম্যাপস ব্যবহার করে পার্কিং খুঁজবেন কীভাবে?

এক নজরে দেখে নিন গুগল ম্যাপস ব্যবহার করে পার্কিং খুঁজে পাবেন কীভাবে?

যে সব জায়গায় পার্কিং খুঁজে পেতে সমস্যা হয় সেই জায়গার কাছাকাছি গিয়েই নতুন এই ফিচার ব্যবহার করা যাবে।

 

কী কী প্রয়োজন?

লেটেস্ট গুগল ম্যাপস

স্মার্টফোনের লোকেশন সার্ভিস অন থাকতে হবে

থাকতে হবে অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন

এবার নীচের স্টেপগুলি দেখে নিন

স্টেপ ১। স্মার্টফোনে গুগল ম্যাপস ওপেন করুন।

স্টেপ ২। যে জায়গায় পার্কিং খুঁজছেন গুগল ম্যাপসে সেই জায়গা ওপেন করুন।

স্টেপ ৩। এবার নীচে স্মার্ট বাটন দেখতে পাবেন।

স্টেপ ৪। এখানে একটি 'P’ সংকেত দেখতে পাবেন। অর্থাৎ এই জায়গায় সহজে পার্কিং পাওয়া যাবে না।

নিজের ডেসটিনেশন দিয়ে গুগল ম্যাপসে ন্যাভিগেশন শুরু করলে ট্রাফিকের অবস্থা দেখে নেওয়া যাবে। একই জায়গায় নতুন 'P’ সংকেত চলে আসবে। অর্থাৎ সেই স্থানে পার্কিং পেতে সমস্যা হতে পারে।

সম্প্রতি ট্রেনের টিকিট বুক করার সময় 'পে লেটার’ ফিচার নিয়ে এল আইআরসিটিসি। এর ফলে গ্রাহকরা টিকিট কাটার পরে পেমেন্ট করতে পারবেন। এই ফিচার ব্যবহার করে ১৪ দিনের মধ্যে পেমেন্ট করলে অতিরিক্ত সুদ দিতে হবে না। ১৪ দিন পর থেকে টিকিটের মোট দামের উপরে ৩.৫ শতাংশ হারে সুদ দিতে হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
How To Check If There Is A Car Parking Space Available Using Google Maps

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X