Just In
Don't Miss
জিও ব্যবহার করেন? ব্যালেন্স জানবেন কীভাবে?
আজকাল প্রায় সব প্ল্যানের সাথেই থাকে আনলিমিটেড কল আও বিনামূল্যে এসএমএস এর সুবিধা। তবে আন্তর্জাতিক কল ছাড়াও বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস ব্যবহারের জন্য অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা প্রয়োজন। ভোডাফোন বা এয়ারটেলে ব্যালেন্স জানা গেলেও জিও নেটওয়ার্কে অনেকেই ব্যালেন্স উপায় সম্পর্কে সচেতন নন। আন্তর্জাতিক কল, অন্তর্জাতিক রোমিং, আন্তর্জাতিক এসএমএস সহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড পরিষেবা ব্যবহারে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। জিও নেটওয়ার্কে কীভাবে ব্যালেন্স জানবেন? দেখে নিন।
প্রথম পদ্ধতি
স্টেপ ১। ফোন অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। জিও সিম থেকে *৩৩৩# ডায়াল করুন।
স্টেপ ৩। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনের স্ক্রিনে জিও অয়াকাউন্টের ব্যালেন্স ভেসে উঠবে।
দ্বিতীয় পদ্ধতি
স্টেপ ১। ফোনের মেসেজিং অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। এবার জিও সিম থেকে 'MBAL’ লিখে ৫৫৩৩৩ নম্বরে এসএমএস করুন (এই এসএমএস করতে কোন খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেয় জিও)।
স্টেপ ৩। এবার আপনার ফোনে একটি মেসেজ পাঠাবে জিও।
স্টেপ ৪। এই মেসেজে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন।
স্টেপ ৫। নিজের প্ল্যানের ভ্যালিডিটি জানার জন্য মেসেজিং অ্যাপ থেকে 'BAL’ লিখে ১৯৯ নম্বরে পাঠিয়ে দিন।
স্টেপ ৬। এবার আপনার ম্বরে মেসেজ করে ব্যালেন্স ও ভ্যালিডিটি জানিয়ে দেবে জিও।
পোস্টপেড গ্রাহকরা বিলের পরিমান জানবেন কীভাবে?
পোস্টপেড গ্রাহলরাও ইউএসএসডি কোড ব্যবহার করে বিলের পরিমান জানতে পারবেন।
এছাড়াও ফোনের মেসেজিং অ্যাপ ওপেন করে 'BILL’ লিখে ১৯৯ নম্বরে পাঠিয়ে দিলে পাঠিয়ে দিলে পোস্টপেড গ্রাহকরা বিলের পরিমান জানতে পারবেন। তৎক্ষণাত আপনার নম্বরে মেসেজ করে বিলের পরিমান ও বিল জমা দেওয়ার শেষ দিন জানিয়ে দেওয়া হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190