নতুন কম্পিউটার কেনার আগে স্টোরেজ অপশান সিকেল্ট করবেন কী করে?

|

নতুন ল্যাপটপ বা ডেক্সটপ কেনার সময় স্টোরেজ অপশান নিয়ে ঘঁইয়াশা থাকে আমাদের সকলেরই। বাজারে এতো প্রোডাক্টের মধ্যে কোনটা ভালো তা বুঝতে মাথা গুলিয়ে যায়। পার্সোনাল কম্পিউটারে স্টোরেজে প্রধাণত দুই ধরনের স্টোরেজ দেখা যায়, হার্ডড্রাইভ (HDD) আর সলিড স্টেট ড্রাইভ (SSD)। কিন্তু এর মধ্যে কোন অপশানটি আপনার জন্য ভালো তা বুঝতে পারছেন না। দুই ধরনের স্টোরেজেরই নিজস্ব ভালো ও খারাপ দুই দিকই রয়েছে। আসুন দেখে নি কোন স্টরেজ ডিভাইসে কি সুবিধা আর কি আসুবিধা? তারপরে আপনি বিচার করে নেবেন কোনটি আপনার জন্য আদর্শ।

নতুন কম্পিউটার কেনার আগে স্টোরেজ অপশান সিকেল্ট করবেন কী করে?


হার্ডড্রাইভ (HDD)

হার্ডড্রাইভ বা HDD একটি মেকানিকাল ডিভাইস। এর মধ্যে একটি ম্যাগনেটিক ডিক্স থাকে। আর সেই ডিস্ক ঘুরেই রেকর্ড হয় সব ডাটা। বিভিন্ন এই ডিক্স ঘোরার স্পিডের উপর নির্ভর করে বিভিন্ন rpm এর HDD পাওয়া যায়। এই স্টোরেজ স্পেসে সবথেকে বড় আসুবিধা এর ডাটা ট্রান্সফার স্পিড। কম্পিউটারে সবথেকে স্লো ডাটা ট্রান্সফার করে এই স্টোরেজ ডিভাইসটি। তাই খুব চালো প্রসেসার ও RAM লাগালেও শুধুমাত্র HDD এর কারনেই আপনার কম্পিউটারটি স্লো হয়ে যেতে পারে। কিন্তু কম দামে অনেক বেশি স্টোরেজ পাওয়া যায় হার্ড ড্রাইভে।

  • হার্ডড্রাইভের ভালো দিক
  • দাম কম
  • বেশি স্টোরেজ পাওয়া যায়
  • সহজেই বাজারে পাওয়া
  • হার্ডড্রাইভের খারাপ দিক
  • স্পিড কম
  • কয়েক বছর পরেই খারাপ হয়ে যায়
  • স্টেবিলিটি কম
সলিড স্টেট ড্রাইভ (SSD)

নামেই বলছে এটি একটি সলিড স্টেট ড্রাইভ। অর্থাৎ এই ডিভাইসে ডাটা স্টোর হতে কিছু নড়াচড়া করে না। ফ্ল্যাশ মেমোরিতে ডাটা স্টোর হয় SSD তে। এই স্টোরেজ ডিভাইসের স্পিড হার্ডড্রাইভের থেকে অনেক গুন বেশি। তাই SSD নিমেশে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বুট হয়ে যাবে। এছাড়াও চোখের পলকে লোড হবে বিভিন্ন অ্যাপ। কিন্তু খুব বড় ক্যাপাসিটিতে SSD পাওয়া যায় না। 1TB পর্যন্ত SSD বাজারে পেয়ে যাবেন। তবে এর জন্য অনেক টাকা খরচ করতে হবে। হার্ডড্রাইভের থেকে অনেকটাই দাম বেশি এই স্টোরেজ ডিভাইসের।

  • SSD র ভালো দিক
  • দারুন স্পিড
  • দারুন স্টেবেল
  • সহজে খারাপ হয় না
  • SSD র খারাপ দিক
  • বড় স্টোরেজ অপশানে পাওয়া যায় না
  • দাম বেশি
আমাদের পরামর্শ নতুন ল্যাপটপ কেনার সময় ল্যাপটপের ভিতরে SSD রাখুন। এর ফলে দারুন ফাস্ট হবে আপনার কম্পিউটার। আর ডাটা ও মিডিয়া ফাইল স্টর করার জন্য একটি USB 3.0 এক্সটারনাল হার্ডড্রাইভ কিনে নিন।

ডেএক্সটপের ক্ষেত্রে একটি 120GB/240GB SSD ও একটি হার্ড ড্রাইভ ব্যাবহার করুন। SSD তে অপারেটিং সিস্টেম ইন্সটল করুন আর হার্ডড্রাইভ ডাটা ও মিডিয়া ফাইল স্টোর করার জন্য ব্যাবহার করুন।

বাড়ি বা অফিস থেকে বেরোনোর আগেই জেনে নিন কত দেরিতে চলছে ব্যান্ডেল বা বনগাঁ লোকাল?বাড়ি বা অফিস থেকে বেরোনোর আগেই জেনে নিন কত দেরিতে চলছে ব্যান্ডেল বা বনগাঁ লোকাল?

Best Mobiles in India

Read more about:
English summary
There are mainly two types of storage in personal computing.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X