কোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডা

By GizBot Bureau
|

রোজই লঞ্চ হচ্ছে একাধিক নতুন স্মার্টফোন। আর তাতেই থাকছে নিত্য নতুন ফিচার্স। আর এই সব ফিচার্স তবেই ভালো করে কাজ করবে যদি ফোনের প্রসেসার ভালো হয়। আর সেই কারনেই নতুন ফোন কেনার আগে সবার আগে দেখে নাওয়া প্রয়োজন ফোনের প্রসেসারটি।

 
কোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডা

আপনার ফোনে একটি কোয়াড কোর প্রসেসার রয়েছে আর আপনার বন্ধুর ফোনে রয়েছে অক্টাকোর প্রসেসার। এর মানেই কি আপনার বন্ধুর ফোন আপনার ফোনের থেকে ভালো? অথবা একটি অক্টা কোর প্রসেসারের ফোন বাড়িতে নিয়ে এসে ভাবলেন যে আপনার প্রসেসারই সেরা। কিন্তু আপনি কি যাবেন একটি কোয়াড কোর প্রসেসার অনেক সময় একটি অক্টা কোর প্রসেসারের থেকে ভালো কাজ করে? তাহলে নতুন ফোনের প্রসেসারটি ভালো না মন্দ তা বোঝার উপায় কী?

 

যে কোন প্রসেসার বাছাই করার সময় প্রধাণত চারটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। তবে শুরুতেই এটা জেনে নেওয়া প্রয়োজন যে এই চারটি জিনিসের যে কোন একটি বা দুটি ভালো হলেই সেই প্রসেসার ভালো হয়ে যাবে না। কোন প্রসেসারকে ভালো হতে গেলে এই চারটি জিনিসের সঠিক সমন্বয় থাকা প্রয়োজন। আসুন বিষদে দেখে নেওয়া যাক।

আর্কিটেকচার

কোন প্রসেসার কেনার আগে প্রথম যে জিনিসটি দেখা প্রয়োজন তা হল প্রসেসারের আর্কিটেকচার। নতুন জমি কিনে বাড়ি করার আগে আপনি যেমন এক ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির আর্কিটেকচার ডিজাইন করেন , ঠিক তেমনি নতুন প্রসেসার বানানোর আগে এক আর্কিটেকচার দিয়ে তার ডিজাইন করায় মোবাইল ফোন কোম্পানিগুলি। আর এই আর্কিটেকচার ডিজাইনের কাজ করে ARM নামে এক কোম্পানি। Cortex-A53, Cortex-A57, Cortex-A72 এই ধরনের নামের আলাদা আর্কিটেকচার থাকে আমাদের মোবাইল প্রসেসারে। এবার জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন একটি আর্কিটেকচার অন্যটার থেকে ভালো না মন্দ? উপায় খবই সহজ। যে আর্কিটেকচারের শেষে নম্বর যত বড় সেই আর্কিটেকচার তত উন্নত ও ভালো।

টেকনোলজি

একটি প্রসেসারের মধ্যে কয়েক লক্ষ্য ছোট ছোট ট্রান্সিসটার থাকে। আর এই ট্রান্সিসটার যত ছোট হবে সেই প্রসেসার ততই ভালো হবে। 14nm, 18nm এই ধরনেই একাধিক নম্বর দেখা যাইয় প্রসেসারে সাথে। এই নম্বর দিয়ে বোঝা যায় একটি ট্রান্সিসটার কতটা ছোট। আর এই নম্বরটি যত ছোট হবে সেই প্রসেসার ততই ভালো।

কোরের সংখ্যা

এর পরে আসে সেই প্রসেসারে কোর কতগুলি আছে। ডুয়াল কোর অর্থাৎ দুটি কোর, কোয়াড কোর অর্থাৎ চারটি কোর, অক্টা কোর অর্থাৎ আটটি কোর, ডেকা কোর অর্থাৎ দশটি কোর। এবার জানা প্রয়োজন শুধুমাত্র কোর বেশি হলেই সেই প্রসেসার ভালো হয় না। এর জন্য আগের দুটি শর্তও ভালো হতে হবে। যেমন ধরুন একটি অক্টাকোর প্রসেসারে পুরোনো আর্কিটেকচার আর বড় ট্রান্সিসটারের ব্যাবহার হলে সেই প্রসেসারের থেকে একটি কোয়াড কোর লেটেস্ট আর্কিটেকচার ও ছোট টেকলোলজির প্রসেসার অনেক ভালো হবে।

ফ্রিকোয়েন্সি

প্রসেসারের সাথেই 1GHz বা 2.4GHz নম্বর থাকে। এই শব্দের অর্থ কী? সব প্রসেসারের সাথেই একটি ঘড়ি লাগানো থাকে। আর এই স্পিডকে বলা হয় ক্লক স্পিড। যেমন ধরুন একটি 1GHz প্রসেসার এক সেকেন্ডে ১০ কোটি বার কাজ করতে পারে। আর তাই এই স্পিড যত বেশি হবে ততই ভালো হবে সেই প্রসেসার। কিন্তু আবারও এর জন্য আগের তিনটি শর্তও পুরন করতে হবে সেই প্রসেসারকে।

দশটা জনপ্রিয় অ্যাপ, যেগুলো ভুলেও ফোনে ইনস্টল করবেন নাদশটা জনপ্রিয় অ্যাপ, যেগুলো ভুলেও ফোনে ইনস্টল করবেন না

Best Mobiles in India

English summary
Keep this in mind before judging a mobile processor.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X