PDF ফাইলকে কিভাবে Word ফাইলে কনভার্ট করবেন?

|

PDF থেকে Word এ কনভার্ট করে নিলে সহজেই এডিট করে নেওয়া যায় যে কোন PDF ফাইল। PDF ফাইল এডিট করার জন্য একাধিক সফটওয়ার পাওয়া গেলেও তা কিনতে অনেকটাই গ্যাঁটেক কড়ি খশানে হবে আপনাকে। তাই PDF থেকে Word এ কোন ফাইল কনভার্ট করে নিলে সহজ হয়ে যায় কাজ করা।

PDF ফাইলকে কিভাবে Word ফাইলে কনভার্ট করবেন?

আর কোন PDF ফাইলকে Word ফাইলে কনভার্ট করার সবথেকে সহজ উপায় WPS PDF to Word। এই অ্যাপের মাধ্যমে যে কোন PDF ফাইলকে DOC DOCX ফাইলে মুহুর্তে কনভার্ট করে ফেলা যায়। এমনকি PDF ফাইল থেকে টেক্সট এক্সট্রাক্ট করে TXT ফাইলও সেভ করা যায় এই অ্যাপের মাধ্যমে।

WPS PDF to Word অ্যাপের ফ্রি ভার্সান এই কাজের জন্য সবথেকে ভাল। কিন্তু এই অ্যাপে রয়েছে নিজের সীমাদদ্ধতা। একসাথে মাত্র ৫ টি পেজ কনভার্ট করতে পারে এই অ্যাপ।

আপনি যদি খুব বড় PDF কনভার্ট করতে চান তবে PDFsam Basic ব্যাবহার করে তা ছোট ছোট টুকরোতে ভেঙ্গে নিতে WPS PDF to Word দিয়ে Word ফাইলে কনভার্ট করে নিতে পারেন।

১। PDFsam Basic ডাউনলোড করুন

আপনি যে PDF ফাইলটি ডাউনলোড করতে চান তা যদি ৫ পেজের থেকে বড় হয় তবে PDFsam Basic অ্যাপ দিয়ে তা ছোট টুকরোতে আগে আপনাকে ভেঙ্গে নিতে হবে।

২। ভেঙ্গে নিন আপনার PDF ফাইল

PDFsam Basic এ কোন PDF ওপেন করে স্প্লিট অপশান সিলেক্ট করে আপনার PDF ফাইলিটি ৫ পেজে স্প্লিট করে নিন। এবার আপনার PDF ফাইল Word ফাইলে কনভার্ট হওয়ার জন্য প্রস্তুত।

৩। ডাউনলোড WPS PDF to Word

এবার WPS PDF to Word এর ফ্রি ভার্সানটি ডাউনলোড করুন। এবার অ্যাপটি লঞ্চ করে সবকটি PDF ফাইল একে একে Word ফাইলে কনভার্ট করুন। WPS PDF to Word আপনাকে একসাথে একাধিক PDF ফাইল কনভার্ট করতে দেয়। কিন্তু মাথায় রাখা প্রয়োজন এই সবকটি ফাইলের দৈর্ঘ্য যেন ৫ পেজের কম হয়।

এবার আপনাকে নতুন চাকরি খুঁজে দেবে গুগুলএবার আপনাকে নতুন চাকরি খুঁজে দেবে গুগুল

Best Mobiles in India

Read more about:
English summary
How to convert any PDF file to word file for free. You can also edit the PDF files by converting them to word file.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X