অ্যানড্রয়েডে কোন অ্যাপ ডিলিট করবেন কীভাবে?

By GizBot Bureau
|

নতুন ফোন কেনার সময় কিছুদিন তা খুব ভালো চলে। কিন্তু ধীরে ধীরে তা ক্রমশ স্লো হতে থাকে। অ্যানড্রয়েড হোক বা iPhone সব ফোনেই একই গল্প। একাধিক কারণে ফোন স্লো হতে শুরু করলেও এর অন্যতম প্রধান কারন ফোনের স্টোরেজ। ফোন কেনার পরে আমরা একের পর এক অ্যাপ ইন্সটল করতে থাকি। ইন্সটল করার পরে বেশিরভার অ্যাপ কখনই ব্যবহার করা হয় না। কিন্তু এই অ্যাপ গুলি ফোনে থেকে যায়। অপ্রয়োজনীয় এই আপ গুলি সিস্টেম পার্টিশানে স্টোরেজ নষ্ট করে।

অ্যানড্রয়েডে কোন অ্যাপ ডিলিট করবেন কীভাবে?

অপ্রয়োজনীয় অ্যাপ ফোন থেকে ডিলিট করতে পারলে ফোনের স্টোরেজ অনেকটা বেড়ে যায়। এর ফলে ফোন আবার স্বমহিমায় চলতে শুরু করে। একাধিক পদ্ধতিতে অ্যানড্রয়েডে অ্যাপ ডিলিট করা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক সেই উপায়গুলি।

অ্যানড্রয়েডে অ্যাপ ডিলিট করবেন কীভাবে?

প্রথম পদ্ধতি

স্টেপ ১। Google Play ওপেন করুন।

স্টেপ ২। বাঁ দিকে উপরে ট্যাপ করে My apps & games সিলেক্ট করুন।

স্টেপ ৩। উপরে Installed ট্যাব সিলেক্ট করুন।

স্টেপ ৪। এখানে আপনার ডিভাইসে ইন্সটল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট হয়ে যাবে।

দ্বিতীয় পদ্ধতি

আপনি যে অ্যাপ ডিলিট করবেন সেই অ্যাপ এর নাম জানা থাকলে এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন

স্টেপ ১। Google Play ওপেন করুন।

স্টেপ ২। ডান দিকে উপরে সার্চ বারে যে অ্যাপ ডিলিট করতে চান তার নাম লিখে সার্চ করে ওপেন করুন।

স্টেপ ৩। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট হয়ে যাবে।

তৃতীয় পদ্ধতি

স্টেপ ১। অ্যাপ ড্র্যার ওপেন করুন।

স্টেপ ২। যে অ্যাপ ডিলিট করতে চান তার উপরে ট্যাপ করে হোল্ড করলে স্ক্রিনের উপরে Uninstall অপশান দেখতে পাবেন।

স্টেপ ৩। অ্যাপটিকে ড্র্যাগ করে Uninstall অপশানের উপরে ছেড়ে দিন।

চতুর্থ পদ্ধতি

স্টেপ ১। Settings > Apps ওপেন করুন

স্টেপ ২। এখানে আপনার ডিভাইসে ইন্সটল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন।

স্টেপ ৩। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট হয়ে যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
If you’re having trouble deleting apps on Android follow these steps to get the job done.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X