বন্ধ হয়ে যাওয়ার পরে Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন কীভাবে?

By GizBot Bureau
|

১৭ জুলাই, বুধবার থেকে বন্ধ হয়ে গিয়েছে Yahoo Messenger। আর এই কারনেই Yahoo Messengerএর কোন চ্যাট উইন্ডো আর খোলা যাবে না। কী কারনে Yahoo Messenger বন্ধ হল তা জানায়নি কোম্পানি। সম্ভবত Facebook, WhatsAppp এর চাপে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিল এই ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস। আপাতত কোম্পানির নতুন মেসেজিং সার্ভিস Yahoo Squirrel এ মননিবেষ করতে চায় কোম্পানি।

বন্ধ হয়ে যাওয়ার পরে Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন কী

প্রথম দিন থেকেই দারুন জনপ্রিয়তা পেয়েছিল Yahoo Messenger। অনেকেরই Yahoo Messenger এ একাধিক গুরুত্বপূর্ণ চ্যাট থেকে গিয়েছে। চাইলে আপনি সেই সব চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে রাখতে পারবেন। ২০১৮ সালের নভেম্বর মাস পর্যন্ত Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করা যাবে।

আপনি নিজের Yahoo Messenger অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি ডাউনলোড করতে নীচের পদ্ধতি অবলম্বন করুন।

স্টেপ ১। https://messenger.yahoo.com/getmydata ওয়েবসাইটে গিয়ে Yahoo অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।

স্টেপ ২। ভেরিফিকেশান মেথড সিলেক্ট করুন। এরপরে আপনাকে পাঠানো অ্যাকাউন্ট কি দিয়ে ভেরিফাই করুন।

স্টেপ ৩। ডাউনলোড এ ক্লিক করুন।

স্টেপ ৪। যে ইমেল অ্যাড্রেসে আপনি চ্যাট হিস্ট্রি পেতে চান তা দিয়ে 'ওকে’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে নিজের ইমেলে Yahoo Messenger চ্যাট হিস্ট্রি পেয়ে যাবেন।

নিজের চ্যাট হিস্ট্রি ডাউনলোড হয়ে গেলে সব ডিভাইস থেকে Yahoo Messengerডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছে Yahoo। যদিও Yahoo Messenger বন্ধ হলেও Yahoo অ্যাকাউন্ট দিয়ে কোম্পানির বাকি সব সার্ভিস আগের মতোই ব্যবহার করা যাবে। Yahoo Mail, Yahoo Fantasy-র মতো কোমানির সব সার্ভিস আগের মতোই কাজ করবে বলে জানিয়েছে Yahoo।

এখন Squirrel নামে নতুন একটি মেসেজিং অ্যাপ বানানোর কাজ করছে Yahoo। আপাতত শুধুমাত্র ইনভাইট থাকলে তবেই এই মেসেজিং সার্ভিসে যোগ দেওয়া যাচ্ছে। squirrel.yahoo.com এ গিয়ে এই বিষয়ে আরও তথ্য পেতে পাতেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Yahoo Messenger has now shut down, but users will be able to download their conversation history till the end of November. Here's how to download Yahoo Messenger chat history.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X