ব্যাঙ্কে যেতে হবে না, ওয়েবসাইট থেকে এক ঘন্টায় মিলছে এক কোটি টাকা ঋণ

By Gizbot Bureau
|

ব্যবসার জন্য ঋণ প্রয়োজন? কিন্তু ঋণ নেওয়ার ঝামেলার কথা ভেবে পিছিয়ে আসছেন? এবার ঋণ নেওয়ার জন্য বারবার ব্যাঙ্কে যাওয়ার দিন শেষ। ব্রাঞ্চে গিয়ে নিয়মিত ব্যাঙ্ক কর্মীর খারাপ ব্যবহার আর কাগজপত্র যোগাড় করতে গিয়ে বিরক্ত হয়ে পরছেন? এই সমস্যার সমাধানে নতুন ওয়েবসাইট নিয়ে এল ভারত সরকার।

ব্যাঙ্কে যেতে হবে না, ওয়েবসাইট থেকে এক ঘন্টায় মিলছে এক কোটি টাকা ঋণ

নতুন ওয়েবসাইট থেকে এক ঘন্টার মধ্যে ব্যবসার জন্য ১ কোটি টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করা যাবে। মাত্র ৫৯ মিনিটে এই ঋণ মঞ্জুর হবে। সম্প্রতি এই প্রকল্পের ঘোষনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন ছোট ও মাঝারি শিল্পের জন্য ৫৯ মিনিটে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। মঙ্গলবার এই ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী।

২০-২৫ দিনের ঝঞ্ঝাট মাত্র ৫৯ মিনিটে শেষ করা যাবে এই ওয়েবসাইটে। ঋণ মঞ্জুর হওয়ার পরে সাত দিনের কধ্যে টাকা পাওয়া যাবে। কীভাবে এই ঋণের জন্য আবেদন করবেন? দেখে নিন।

১। রেজিস্টার

মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলে ফোনে ওটিপি পৌঁছাবে।

২। প্রশ্নের উত্তর দিন

এখানে আপনার ব্যবসা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।

৩। জিএসটির বিবরন দিন

এর পরে আপনার জিএসটির বিবরন জানাতে হবে।

৪। করের বিবরন দিন

ব্যবসার ট্যাক্স ডিটেল জানাতে হবে এই ওয়েবসাইটে।

৫। ব্যাঞ্জ অ্যাকাউন্টের তথ্য

এর পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানাতে হবে।

৬। কোম্পানির তথ্য

কোম্পানির বিভিন্ন ডিরেক্টরদের তথ্য বিষদে জানাতে হবে।

৭। ঋণের তথ্য জানান

কেন ঋণ নিচ্ছেন আর কত ঋণ প্রয়োজন সেই তথ্য জানাতে হবে এখানে।

৮। ব্যাঙ্ক পছন্দ করুন

যে ব্যাঙ্ক থেকে ঋণ চান সেই ব্যাঙ্ক পছন্দ করুন।

৯। ফি দিন

১,০০০ টাকা ফি + জিএসটি দিন।

১০। অ্যাপ্রুভাল লেটার ডাউনলোড করুন

এবার আপনার অ্যাপ্রুভাল লেটার ডাউনলোড করুন

ওয়েবসাইটে লগ ইন করার আগে এই তথ্যগুলি নিজের কাছে রাখুন।

১। জিএসটি তথ্য।

২। এক্সএমএল ফর্ম্যাটে ইনকাম ট্যাক্স রিটার্ন।

৩। পিডিএফ ফর্ম্যাটে গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

৪। মালিক ও ডিরেক্টার দের বিস্তারিত তথ্য।

Best Mobiles in India

English summary
How To Get 1 Crore Loan Under 59 Minutes Using MSME

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X