অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কল ব্লক করবেন কীভাবে?

By GizBot Bureau
|

অফিসের প্রেজেন্টেশান বা ইন্টারভিঊ অথবা প্রিয়জনের সাথে সিনেমা দেখার সময় আমাদের সবার ফোনেই একাধিক অপ্রয়োজনীয় ফোন এসে থাকে। এই সব ফোন কল আমাদের বিরক্ত করে ও প্রয়োজনীয় সময়ে একাগ্রতায় ব্যাঘাত ঘটায়। নেটওয়ার্ক কোম্পানির অফার থেকে নতুন ক্রেডিট কার্ড বা শেষ বিমান যাত্রার ফিডব্যাক বিভিন্ন কারনে একাধিক কোম্পানি আমাদের নম্ববে ফোন করতে থাকে।

 
অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কল ব্লক করবেন কীভাবে?

অপ্রয়োজনীয় এই কল অনেক সময় আমাদের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ায়। সৌভাগ্যবশত এই অপ্রয়োজনীয় কল থেকে রেহাই পাওয়ার ফিচার রয়েছে অ্যানড্রয়েডে। নীচের সহজ পদ্ধতি অনুসরন করে অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কলের হাত থেকে রক্ষা পাবেন।

স্টেপ ১। স্মার্টফোন ডিফল্ট ডায়ালার অ্যাপ ওপেন করুন।

 

স্টেপ ২। ডান দিকে তিনটি ডটে ক্লিক করুন।

স্টেপ ৩। এবার 'More’ এ ক্লিক করুন।

স্টেপ ৪। এরপরে 'Settings’ এ ট্যাপ করুন।

স্টেপ ৫। এখানে 'Caller ID & Spam’ অপশান দেখতে পাবেন। এটি অন করুন।

নির্দিষ্ট কিছু নম্বর স্প্যাম সেভ করার জন্য ডিফল্ট ডায়ালার অ্যাপ এ নীচের স্টেপ ফলো করুন।

স্টেপ ১। স্মার্টফোনে Phone অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। Recent Calls এ যান।

স্টেপ ৩। যে নম্বরটি ব্লক করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ ৪। এরপরে 'Block/report Spam’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। আপনি এই নম্বর ব্লক করতে চান কি না তা জানতে চাইবে এই অ্যাপ।

স্টেপ ৬। 'Report call as spam’ সিলেক্ট করুন।

প্রসঙ্গত এই ফিচার ব্যবহারের জন্য ফোনে অ্যানড্রয়েড ৬.০ বা তা বেশি ভার্সানের অপারেটিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। এই পদ্ধতি ব্যবহার করে নিজর অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজণিয় কলের হাত থেকে রেহাই পেতে পারেন।

Best Mobiles in India

English summary
here are a few steps that you need to follow to trigger this option on your Android smartphone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X