আর মাত্র ৮ দিন, ওয়ানপ্লাস ৭ প্রো আর ওয়ানপ্লাস ৭ ফোনে দুর্দান্ত ছাড়

By Gizbot Bureau
|

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো। ইতিমধ্যেই ভারতে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন। ওয়ানপ্লাস ৭ এর দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে ওয়ানপ্লাস ৭ প্রো এর দাম শুরু হচ্ছে ৪৮,৯৯৯ টাকা থেকে।

আর মাত্র ৮ দিন, ওয়ানপ্লাস ৭ প্রো আর ওয়ানপ্লাস ৭ ফোনে দুর্দান্ত ছাড়

ইতিমধ্যেই এই ফোন কেনার পরিকল্পনা করে থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো দুই ফোনেই ২,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন।

আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আর সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। ১৪ জুলাই পর্যন্ত এই অফার চলবে। ভারতে অ্যামাজন আর কোম্পানির অনলাইন স্টোর থেকে ওয়ানপ্লাস ফোন কেনা যায়।

ওয়ানপ্লাস ৭ প্রো ফোনের প্রধান আকর্ষন ডিসপ্লে। এই ফোনে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। এর আগে কোন স্মার্টফোনে এতো ভালো গুলমানের ডিসপ্লে দেখা যায়নি। ঈছাড়াও থাকছে এ+ গ্রেড সার্টিফিকেশন আর এইচডিআর ১০ সাপোর্ট। ৬.৭ ইঞ্চি এই ওলেড ডিসপ্লেতে থাকছে কোয়াড এইচ ডি রেসোলিউশান। এই প্রথম কোন ওয়ানপ্লাস ফোনে কোয়াড এইচ ডি রেসোলিউশান দেখা গেল। এছাড়াও বাজারে সব স্মার্টফোনের ডিসপ্লে থাকে। ৯০ হার্টজ ডিসপ্লের ফলে এই ফোনের অ্যানিমেশান ও গেম প্লে ৫০ শতাংশ বেশি মসৃণ হবে।

ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এর সাথে থাকছে অ্যাদ্রিনো ৬৪০ জিপিইউ। দুর্দান্ত প্রসেসারের সাথেই ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে থাকছে ১২জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.০ স্টোরেজ। যা অন্য যে কোন ফোনের স্টোরেজের থেকে দ্রুত কাজ করে।

ফোনের ভিররেও থাকছে ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। এর সাথে থাকছে ৩০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।

Best Mobiles in India

English summary
How To Get Rs. 2,000 Discount On the OnePlus 7 And The OnePlus 7 Pro

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X