LED টিভিতে ছবি ভালো করার ৫টি সহজ উপায়

By GizBot Bureau
|

সম্প্রতি অনেকটাই কমেছে LED টিভির দাম। আর তাই এখন ঘরে ঘরে পোয়ঁছে গিয়েছে LED টিভি। মধ্যবিত্ত মাত্র দশ হাজারেই এখন ৩২ ইঞ্চি LED টিভি কিনতে পারছেন। প্রায় সব কোম্পানিই এখন কম দামে LED টিভি লঞ্চ করতে শুরু করে দিয়েছে। আর এই টিভিতে থাকছে একই ফিচার ও স্পেসিফিকেশান। যদিও টিভি কেনার সময় যে জিনিসটি দেখে নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ তা হল টিভির ডিসপ্লে প্যানেল। প্রত্যেক ব্র্যান্ড নিজেদের টিভিতে আলাদা ডিসপ্লে প্যানেল ব্যবহার করে। টিভির দামের উপরেই সেই টিভিতে ব্যবহার হওয়া ডিসপ্লে প্যানেলের গুনমান নির্ভর করে। আর এই সব টিভিতেই থাকে HD রেসোলিউশান।

 
LED টিভিতে ছবি ভালো করার ৫টি সহজ উপায়

দামি টিভি কিনলেও খারাপ কানেকশান বা অন্য ভুলের জন্য সেই টিভিতে ভালো ছবি দেখা থেকে বঞ্চিত থেকে যেতে পারেন। আসুন দেখে নি LED টিভিতে ছবি আরও ভালো করার কয়েকটি টোটকা।

ভালো মানের HDMI কেবল ব্যবহার করুন

টিভিতে ছবির গুনমানের অনেকটাই নির্ভর করে টিভির সাথে যুক্ত HDMI কেবলের উপরে। এছাড়াও আপনার টিভিতে যদি HDCP 2.2 পোর্ট থাকে সেই পোর্টে HDMI কেবলেটি যুক্ত করুন।

 

ইন্টারনেট স্পিড

টিভিতে Netflix, Amazon, Hotstar এর মতো সার্ভিস দেখলে HD স্ট্রিমিং এর জন্য ভালো স্পিডের ব্রডব্যান্ড কানেকশান প্রয়োজন। ভালো 4K স্ট্রিমিং এর জন্য অন্তত 40Mbps ব্রডব্যান্ড কানেকশান প্রয়োজন।

সঠিক প্রিসেটের ব্যবহার

LED টিভিতে ডিসপ্লে সেটিংস এ সঠিক প্রিসেট ব্যবহার করুন। বেশিরভার মানুষই টিভিতে “Movie বা Cinema” ব্যবহার করেন। স্ট্যান্ডার্ড মোডে ফরে সে ম্যানুয়াল সেটিংস দিয়ে টিভির ডিসপ্লে নিজের মতো অ্যাডজাস্ট করে নিন।

কনট্রাস্ট বাড়ান

কনট্রাস্ট বেশি থাকলে LED টিভিতে ছবি বেশি ভালো দেখতে লাগে। ম্যানুয়াল মোড থেকেই টিভির কনট্রাস্ট বাড়িয়ে নিতে পারবেন।

পাওয়ার সেভিং মোড বন্ধ করুন

পাওয়ার সেভিং মোড ছবির কোয়ালিটি কমিয়ে বিদ্যুৎ বাঁচায়। তাই টিভিতে ভালো কোয়ালিটির ছবি দেখতে হলে পাওয়ার সেভিং মোড ডিসেবেল করুন।

পাঁচটি সহজ উপায়ে আপনার Windows 10 PC ফাস্ট করে তুলুনপাঁচটি সহজ উপায়ে আপনার Windows 10 PC ফাস্ট করে তুলুন

Best Mobiles in India

English summary
Here is how to get the best picture quality from your LED TV.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X