Paytm এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কীভাবে?

By %e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%bf
|

কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপ থেকে এবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অপশান নিয়ে এলো Paytm। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) এর মাধ্যমে মাসে সর্বোনিম্ন ১০০ টাকা করে নিউচুয়াল ফান্ডে জমা করা যাবে। Paytm এর মাধ্যমে কোন কাগচ ছাড়াও মিউচুয়াল ফান্ড KYC করে নেওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক Paytm এর সাহায্যে মিউচুয়াল ফান্ডে নিবেশ করবেন কীভাবে?

Paytm এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কীভাবে?

অ্যাকাউন্ট তৈরী করা

স্টেপ ১। Paytm Money ওয়েবসাইট অথবা স্মার্টফোনে Paytm অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন

স্টেপ ৩। 'Apply for Access’ ট্যাপ করুন।

স্টেপ ৪। এখানে আপনাকে ওয়েট লিস্টে পাঠিয়ে দেওয়া হবে। আপনার আগে যাঁরা আবেদন করেছেন তাঁদের আবেদনের পরে আপনার আবেদন দেখা হবে।

স্টেপ ৫। এখানে অ্যাপ থেকে 'I Want Faster Access’ ট্যাপ করলে আপনারআবেদন জলদি প্রসেস হওয়ার সম্ভাবনা থাকে।

KYC সম্পূর্ণ করুন

স্টেপ ১। KYC সম্পূর্ণ করতে PAN কার্ড নম্বর, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরনের মত ব্যক্তিগত তথ্য জানাতে হবে।

স্টেপ ২। নিজের স্মার্টফোনে সিগনেচার করে অথবা স্বাক্ষরের ছবি তুলে তা আপলোড করুন।

স্টেপ ৩। আপনার মুখের একটি পরিষ্কার ছবি আপলোড করুন।

স্টেপ ৪। একটি ৫ সেকন্ডের ভিডিও তুলুন যেখানে আপনার নাম পরিষ্কার করে বলুন।

KYC সম্পূর্ণ হলে Paytm ব্যবহার করে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

Paytm ব্যবহার করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পদ্ধতি

স্টেপ ১। বিভিন্ন আলাদা সেক্টারে Paytm থেকে বিনিয়োগ করা যাবে। ফিল্টার ব্যবহার করে এই সেক্টারগুলি দেখে নিন।

স্টেপ ২। এক কালীন লগ্নী অথবা SIP সিলেক্ট করুন।

স্টেপ ৩। 'Proceed to Payment’ এ ট্যাপ করে ট্রানজাকশান করুন। ট্রানজাকশান শেষ হলে ট্রানজাকশানের টাইমলাইনে তা দেখতে পারবেন।

তবে মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে নিবেশ বাজারে ঝুঁকির অধীনে। বিনিয়োগের আগে ভালো করে পড়ে তবেই টাকা বিনিয়োগ করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm now provides users with an option to make their investments in mutual funds using Paytm Money app and website. Here's how.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X