নতুন গ্রুপ ভিডিও কলিং ফিচার আনল হোয়াটসঅ্যাপ, কিভাবে ব্যাবহার করবেন এই ফিচার?

|

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যাবহারকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপ। ফেসবুকের এই মেসেজিং অ্যাপে সম্রতি যোগ হয়েছে একের পর এক লেটেস্ট ফিচার। যার ফলে এর প্রতিযোগীরা প্রায় হারিয়ে গিয়েছে বাজার থেকে। এবার আরও এক আকর্ষনীয় ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

নতুন গ্রুপ ভিডিও কলিং ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আগে শোনা যাচ্ছিল গ্রুপ ভিডিও কলিং ফিচার টেস্ট করছে হোয়াটসঅ্যাপ। এবার গ্রুপ ভিডিও কলিং এর ফিচার নিয়ে এলো এই মেসেজিং সর্ভিস। কিছু নির্বাচিত গ্রাহককে আপডেটের মাধ্যমে এই ফিচার দিচ্ছে কোম্পানি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব হোয়াটসঅ্যাপ গ্রাহকের কাছেই পৌঁছে যাবে এই ফিচার। অ্যানড্রয়েড ও iOS দুই অপারেটিং সিস্টেমেই এই ফিচার লঞ্চ করছে হোয়াটসঅ্যাপ।

আপনার ফোনে নতুন এই ফিচারটি এসেছে কি না জানতে দেখে নিন নিচের স্টেপগুলি,

স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। যাকে কল করবেন তাঁর কনটাক্টটি খুলুন।

স্টেপ ৩। একটি সাধারণ ভিডিও কল করিন।

স্টেপ ৪। এবার যদি এখানে 'অ্যাড পার্টিসিপেন্ট’ অপশান আসে তবে বুঝবেন আপনার নতুন এই ফিচারটি এসে গিয়েছে আপনার ফোনে।

স্টেপ ৫। এই অপশানটি আসলে আপনি এই গ্রুপ কলিং এ আর যাদের অ্যাড করতে চান তাদের সিলেক্ট করে জনেন করাতে পারবেন এই গ্রুপ ভিডিও কল এ।

এই মাসের শুরুতেই তাদের মেসেজিং প্ল্যাটফর্মে নতুন ফিচার অ্যাড করার কথা ঘোষনা করেছিল ফেসবুক।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ এ যোগ হয়েছে পেমেন্ট এর ফিচারও। এখন থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি পেমেন্ট বা টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার প্রিয়জনকে। এর মধ্যেই হোয়াটসঅ্যাপ স্টোরিতেও বদল আনার পরিকল্পনা রয়েছে এই মার্কিন মেসেজিং প্ল্যাটফর্মের। তার মাঝেই নতুন এই ভিডিও কলিং ফিচার নিশ্চই মন কাড়বে বিশ্ববাজারে একচেটিয়া ব্যাবসা করা এই মেসেজিং অ্যাপের গ্রাহকদের।

ফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর সহজ কিছু টোটকাফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর সহজ কিছু টোটকা

Best Mobiles in India

Read more about:
English summary
The ability to group video call has been rolled out to select users via an update.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X