হোয়াটসঅ্যাপ ব্যবহার করে খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

By Gizbot Bureau
|

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা যাবে। সম্প্রতি এই মাত্র পাঁচ মিনিটের কম সময়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা যাবে। সম্প্রতি এই ঘোষনা করেছে এইউ ব্যাঙ্ক। আগ্রহী গ্রাহকরা হোয়াটসঅ্যাপের চ্যাটের মতো ইন্টারফেসে নিজের আগ্রহ দেখিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট শুরু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এই পরিষেবা লঞ্চের সময় এইউ স্মল ফিনান্স ব্যাবকের প্রধান সঞ্জয় আগ্রবাল জানিয়েছেন, “আমাদের দৈনন্দিন জীবনের খুব কাছে রয়েছে হোয়াটসঅ্যাপ। গোটা বিশ্বেই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই মেসেজিং সার্ভিস ব্যবহার করে আমরা সম্ভাব্য গ্রাহকদের দৃষ্টি আকর্ষন করতে চাইছি। ডিজিটাল পদ্ধতিতে ব্যাঙ্কিং এর আরও একটি সহজ উপায় এটি। ভারতে ব্যাঙ্কিং বিভাগে বিপ্লব আনবে নতুন এই উপায়।”

অন্যদিকে শিঘ্রই ভারতে নতুন পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। গোটা দেশে 40 কোটির বেশি গ্রাহক WhatApp ব্যবহার করেন। এই বছরেই ভারতে লঞ্চ হবে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস।

২০১৮ সালে হোয়াটসঅ্যাপ পেমেন্টের বিটা ভার্সান লঞ্চ হয়েছিল। এর পরে কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এই সার্ভিস। এবার লঞ্চের আগে শেষ ধাপে পৌঁছেছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল ২০২৩ সালে ভারতে ১ ট্রিলিয়ান মার্কিন ডলার ডিজিটাল লেনদেন হবে।

সম্প্রতি নীতি আয়োগের প্রধান এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ভারতের শর্ত্যাবলী মানতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস লঞ্চ হতে দেরি হচ্ছে। “সব নিয়মাবলী মানলে তবেই ভার[তে পেমেন্ট সার্ভিস লঞ্চ করতে পারবে হোয়াটসঅ্যাপ।”

এপ্রিল মাসে ফেসবুক প্রধান মার্ক জারারবার্গ জানিয়েছিলেন ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চের জন্য কাজ করছে কোম্পানি।

এই মুহুর্তে ভারতে ডিজিটাল পেমেন্টে এক নম্বরে রয়েছে পেটিএম। হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ হলে শিঘ্রই ভারতের এক নম্বর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের তকমা ছিনিয়ে নিতে পারে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের আগে রিজার্ভ ব্যাঙ্কের সম নিয়ম মানবে কোম্পানি। হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ নিসঙ্গেহে ভারতের ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বিপ্লব আনবে।

Best Mobiles in India

English summary
How to open bank account using Whatsapp

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X