Android ও iOS ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর সহজ উপায়

By GizBot Bureau
|

গান শোনা বা সিনেমা দেখার জন্য সবার আগে আমরা ইউটিউব ওপেন করি। কাজের সমইয় আমরা অনেকেই ইউটিউবে গান চালিয়ে কাজ করতে পছন্দ করি। কিন্তু মোবাইলে ইউটিউবে গান শোনার সময় ফোনের স্ক্রিন অন করে রেখে দিতে হয়। অ্যাপ থেকে বেরিয়ে গেলে অথবা ফোনের স্ক্রিন বন্ধ করে দিলে গান বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চললে সিনেমা দেখার মাঝেই হোয়াটসঅ্যাপ এ মেসেজ চেক করে নেওয়া যায়।

Android ও iOS ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর সহজ উপায়

iPhone হোক বা অ্যানড্রয়েড। আসুন নিজের ফোনে ব্যাকগ্রাউন্ডের ইউটিউব চালানোর উপার দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় কিছু তথ্য

স্মার্টফোনে অ্যাকটিভ ইন্টারনেট কানেকশান থাকতে হবে।

ফোনে গুগল ক্রোম ব্রাইজার ইন্সটল থাকতে হবে।

Android এ ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর উপায়

স্টেপ ১। আপনার অ্যানড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজার খুলুন।

স্টেপ ২। এবার www.youtube.com ওপেন করুন।

স্টেপ ৩। এবার উপরে ডানদিকে তিনটি ডট এ ট্যাপ করে মেনু অপশান ওপেন করুন।

স্টেপ ৪। এখানে “Request Desktop Site” সিলেক্ট করুন।

স্টেপ ৫। এবার আপনাকে ইউটিউব নোটিফিকেশান পাঠাতে চাইলে তা গ্রহন করুন। এর জন্য ব্রাউজারে একটি নোটিফিমকেশান পপ আপ করবে।

স্টেপ ৬। যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ডে চালাতে চান সেই ভিডিওটি প্লে করুন।

স্টেপ ৭। এবার ক্রোম ব্রাউজার মিনিমাইজ করে নোটিফিকেশান থেকে প্লে/পজ করুন।

iOS এ ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর উপায়

স্টেপ ১। আপনার iOS ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার খুলুন।

স্টেপ ২। এবার www.youtube.com ওপেন করুন।

স্টেপ ৩। এবার উপরে ডানদিকে তিনটি ডট এ ট্যাপ করে মেনু অপশান ওপেন করুন।

স্টেপ ৪। এখানে “Request Desktop Site” সিলেক্ট করুন।

স্টেপ ৫। এবার আপনাকে ইউটিউব নোটিফিকেশান পাঠাতে চাইলে তা গ্রহন করুন। এর জন্য ব্রাউজারে একটি নোটিফিমকেশান পপ আপ করবে।

স্টেপ ৬। যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ডে চালাতে চান সেই ভিডিওটি প্লে করুন।

স্টেপ ৭। ফোনে হোম বাটন প্রেস করে গুগল ক্রোম মিনিমাইজ করে iOS কনট্রোল সেন্টার থেকে ভিডিও প্লে/পজ করুন।

এই উপায় ব্যাবহার করে ফোনে অন্য কাজ করার সময় একই সাথে একই সময় ব্যাকগ্রাউন্ডে যে কোন ইউটিউব ভিডিও চালাতে পারবেন। তবে আপনি যদি ইউটিউব রেড ব্যাবহার করে ব্যাকগ্রাউন্ড প্লে করতে চান তবে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারন এই সার্ভিস এখনো ভারতের বাজারে লঞ্চ করেনি গুগল।

কোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডাকোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডা

Best Mobiles in India

English summary
how-to we guide you how to keep playing YouTube videos in the background on your iPhone or Android smartphone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X