কম্পিউটারে হারিয়ে যাওয়া ডাটা উদ্ধারের সহজ উপায়

By GizBot Bureau
|

স্টোরেজ ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ ডাটা কোনভাবে ডিলিট হয়ে গেলে চোখে শর্ষে ফুল দেখি আমরা। ভুল করে ডিলিট করে দিয়ে একাধিকবার আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুরুত্বপূর্ণ ডাটা হারিয়ে ফেলি। কখনো হার্ড ডিস্ক ক্র্যাশ করার কারনে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়। নিজের কম্পিউটার বা ল্যাপ্টপ থেকে ডিলিট হওয়া যে কোন ডাটা রিকভার করবে কী ভাবে?

কম্পিউটারে হারিয়ে যাওয়া ডাটা উদ্ধারের সহজ উপায়

এই পদ্ধতি শুরু করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন

* হারিয়ে যাওয়া সব ডাটা কখনই উদ্ধার করা যায় না। তবে বেশিরভাগ ডাটা উদ্ধার করা সম্ভব।

* সাম্প্রতিক ডিলিট হওয়া ডাটা সহজে উদ্ধার করা সম্ভব।

* ফাইল এক্সটেনশান এর মাধ্যমে সহজে ডিলিট হওয়া ডাটা খুঁজে পাওয়া সম্ভব।

ছবির জন্য .jpg, .png, .CR2., gif

ভিডিওর জন্য .mp4, .3gp, .wmv, .mkv

ডকুমেন্টের জন্য .doc, .docx, .ppt, .pptx, .xls, .xlxs, .psd

অডিওর জন্য .mp3, .m4a, .wav, .wma, .flacc

* ডিলিট হওয়া ডাটা কোথায় স্টোর ছিল তা জানা থাকলে সেই ডাটা সহজে উদ্ধার করা সম্ভব।

প্রথম পদ্ধতি: Windows-এর বিল্ট ইন ফিচার

'Restore the previous version’ নামে Windows এর একটি ডিফল্ট ফিচার রয়েছে। এই ফিচারে ফাইল ও ফোল্ডার স্ক্যান করে Windows এ সাম্প্রতিক বদলগুলিকে ফিরিয়ে নিয়ে আসে।

স্টেপ ১। 'This PC’ ওপেন করুন।

স্টেপ ২। যে ফোল্ডারে ফাইলটি ছিল সেখা নেভিগেট করুন।

স্টেপ ৩। সেই ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করে 'Restore previous version’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার আগের ফাইলের একটি লিস্ট দিয়ে দেবে।

স্টেপ ৫। যে ভার্সানটি রিস্টর করতে চান সেটি সিলেক্ট করে রিস্টোর বাড়নে ক্লিক করুন।

দ্বিতীয় পদ্ধতি: থার্ড পার্টি সফটওয়্যার

প্রথম পদ্ধতিতে যদি আপনার ফাইল খুঁজে না পান তবে হতাশার কারন নেই। একাধিক থার্ড পার্ট সফওয়্যারের মাধ্যমে ডিলিট হওয়া ফাইল এমনকি গোটা ড্রাইভ ফর্ম্যাট হয়ে গেলেও তা রিস্টোর করা সম্ভব। easeUS partition, Recuva, Rescue Pro এর মতো একাধিক সফটওয়্যার ব্যবহার করে এই কাজ করে নিতে পারেন।

উপরের যে কোন একটি সফটওয়্যার ডাউনলোড করে যে ড্রাইভে ফাইল বা ফোল্ডার ছিল তা সিলেক্ট করে ও ফাইল ফর্ম্যাট সিলেক্ট করে প্রথমে ড্রাইভ স্ক্যান করুন। স্ক্যানের শেষে আপনি ড্রাইভ থেকে ডিলিট হওয়া সব ফাইল দেখতে পাবেন। যে ফাইলগুলি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই ফাইলগুলি সিলেক্ট করে সেভ করে নিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Here’s a ready-to-use guide on how you can recover/restore your deleted or lost data from your PC

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X