Just In
- 13 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
জিও নম্বরে কলার টিউন বন্ধ করবেন কীভাবে
গত কয়েক বছরে ভারতের টেলিকম জগতে বিপ্লব এনেছে জিও। বিনামূল্যে ভয়েস কল আর আবিশ্বাস্য দামে ডেটা দেওয়ার সাথেই বিনামূল্যে আরও অনেক পরিষেবা ভারতের টেলিকম গ্রাহকের কাছে তুলে দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এর মধ্যেই অন্যতম কলার টিউন সার্ভিস। আগে সব টেলিকম নেটওয়ার্কে কলার টিউন পরিষেবা ব্যবহার করতে মাসে নির্দিষ্ট টাকা দিতে হত গ্রাহককে। তবে জিও বাজারে আসার পরে ছবিটা বদলেছে।
বিনামূল্যে সব গ্রাহককে কলার টিউন পরিষেবা দেয় জিও। এই কারনেই বেশিরভাগ জিও গ্রাহকের ফোনেই কলার টিউন শোনা যায়। তবে একবার কলার টিউন শুরু করলে তা কীভাবে বন্ধ করবেন অনেকেই বুঝতে পারেন না। এর ফলে চাইলেও নিজের নম্বরে কলার টিউন বন্ধ করতে পারেন না জিও গ্রাহকরা। এক নজরে দেখে নিন জিও নম্বরে কলার টিউন বন্ধ করবেন কীভাবে?
যা যা প্রয়োজন
একটি জিও নম্বর
মাই জিও অ্যাপ
প্রথম পদ্ধতি – এসএমএস এর মাধ্যমে
স্টেপ ১। স্মার্টফোনে মেসেজিং অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। এবার 'STOP’ লিখে ৫৬৭৮৯ নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।
স্টেপ ৩। এর পরে '1’ রিপ্লাই করুন।
স্টেপ ৪। এর পরে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে এই নম্বরে জিও টিউন ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে।
দ্বিতীয় পদ্ধতি – মাই জিও অ্যাপ থেকে
স্টেপ ১। মাই জিও অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। মেজু থেকে জিও টিউন্স সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার 'মাই সাবস্ক্রিপশন’ পেজ থেকে 'ডিঅ্যাক্টিভেট জিও টিউন’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। কনফার্মেশন পেজে 'ইয়েস’ সিলেক্ট করুন।
তৃতীয় পদ্ধতি - আইভিআর ব্যবহার করে
স্টেপ ১। স্মার্টফোনে ডায়ালার অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ১৫৫২২৩ ডায়াল করুন।
স্টেপ ৩। এখানে ১ সিলেক্ট করে ইংরাজি সিলেক্ট করুন অথবা ২ সিলেক্ট করে হিন্দি সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার ভ্যালু অ্যাডেড সার্ভিসের মধ্যে জিও টিউন খুঁজে পাবেন।
স্টেপ ৫। সেখানে জিও টিউন ডিঅ্যাক্টিভেট করার অপশন সিলেক্ট করুন।
ডিঅ্যাক্টিভেট করার পরে আবার জিও টিউন অ্যাক্টিভেট করতে চাইলে নীচের পদ্ধতি অনুসরন করুন।
স্টেপ ১। মাই জিও অ্যাপ ওপেন করুন
স্টেপ ২। বাঁ দিকে উপরে তিন ডট মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৩। জিও টিউন অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। গানের ট্যাবে চলে যান।
স্টেপ ৫। এখানে জিও টিউন সেট করার অপশান পাবেন।
স্টেপ ৬। এখানে ক্লিক করে জিও টিউন শুরু করতে পারবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190