Google Maps ব্যবহার করে তেলের খরচ কমাবেন কীভাবে?

By GizBot Bureau
|

প্রায় রোজই বেড়ে চলেছে পেট্রল ডিজেলের দাম। এর ফলে গাড়ি বা বাইক নিয়ে বেরোনোর আগে মধ্যবিত্ত্বের কপালে ভাঁজ পড়ছে। গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার বেশি গাড়ি চালালের অনেকটাই খরচ বেড়ে যাচ্ছে। এই সময়ে অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে Google Maps। খুব সহজেই Google Maps এর মাধ্যমে যে কোন জায়তায় জাওয়ার সহজ ও দ্রুততম পথ খুব সহজেই জানা যাচ্ছে। এর ফলে গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানো অনেকটা সহজ হয়ে গিয়েছে।

Google Maps ব্যবহার করে তেলের খরচ কমাবেন কীভাবে?

আপনি কি জানেন নেভিগেশান সার্ভিস ব্যবহার করে গন্তব্যের দূরত্ব জানা যায়? এর ফলেই আপনি জেনে যেতে পারবেন কোন পথে গেলে সবথেকে কম দূরত্ব অতিক্রম করতে হবে। এর মাধ্যমে যেমন যাত্রাপথে আপনার সময় বাঁচবে তেমনি তেলের খরচ অনেকটাই কমানো যাবে। আর খুব সহজেই তা জানা সম্ভব। নীচের পদ্ধতিতে গন্তব্যে যাওয়ার বিভিন্ন রাস্তার দূরত্ব জানতে পারবেন।

কম্পিউটার থেকে

স্টেপ ১। কম্পিউটারে ওয়েব ব্রাউজারে Google Maps ওপেন করুন।

স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে যুম ইন রাইট ক্লিক করুন।

স্টেপ ৩। এবার 'Measure Distance’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। এরপরে যেখানে যেতে চান সেই স্থানে ক্লিক করুন। একাধিক স্থানে যেতে হলে একাধিক পয়েন্তে ক্লিক করুন।

স্টেপ ৫। এরপরে কালো দাগ ড্র্যাগ করে নির্দিষ্ট রুট তৈরী করুন। শেষে Google Maps সেই স্থানের দুরত্ব দেখিয়ে দেবে।

স্মার্টফোন থেকে

Android ও iOS স্মার্টফোন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে স্মার্টফোনে এই পদ্ধতি কিছুটা আলাদা। নীচের পদ্ধতি ফলো করে এই কাজ করতে পারবেন।

স্টেপ ১। Google Maps ওপেন করুন।

স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে ট্যাপ করে হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।

স্টেপ ৩। এরপরে ম্যাপের নীচে গিয়ে এই স্থানের নামকরণ করুন।

স্টেপ ৪। এবার পপ আপ মেনুতে 'Measure Distance’ সিলেক্টয় করুন।

স্টেপ ৫। এরপরে ম্যাপটি ড্র্যাগ করে কালো কার্কেলটিকে ডেস্টিনেশানে বসিয়ে দিন।

স্টেপ ৬। অ্যাপ থেকে একাধিক পয়েন্ট যোগ করতে পারবেন।

স্টেপ ৭। শেষ হলে স্ক্রিনে নীচে কিলোমিটার ও মাইলে মোট দূরত্ব দেখিয়ে দেবে।

JioPhone-এ Google Maps ইনস্টল করবেন কীভাবে?JioPhone-এ Google Maps ইনস্টল করবেন কীভাবে?

Best Mobiles in India

Read more about:
English summary
Follow the below mentioned steps and calculate the distance with ease.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X