ফেসবুকে আপনার পছন্দের পেজের পোস্টগুলি আরও বেশি করে দেখবেন কিভাবে?

|

নিজেদের অ্যালগোরিদমে পরিবর্তন আনছে ফেসবুক। যার ফলে কেউ জোর দিয়ে বলতে পারবে না কে কোন পেগের পোস্ট দেখতে পাবেন। যদিও আপনার পছন্দের পেজের একটিও পোস্ট আপনি মিস করতে না চাইলে বদলে ফেলতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিছু সেটিংস।

এই পোস্টে আমরা দেখে নেব কি পরিবর্তন করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে। মোবাইল ও ওয়েব ব্রাউজারে এই কাজ করার উপায় আলাদা। আসুন দেখে নেওয়া যাক এই উপায়।

ওয়েব ব্রাউজারে ফেসসবুক করলে কি করবেন?

আপনি যদি ওয়েব ব্রাউজারে ফেসবুক করেন তবে এই স্টেপগুলো ফলো করলে আপনার পছন্দের পেজের পোস্ট আরও বেশি করে দেখতে পাবেন।

স্টেপ ১। আপনি যে পেজের পোস্ট বেশি করে দেখতে চান সেই পেজটি ওপেন করুন।

স্টেপ ২। "Following" ট্যাবে জান।

স্টেপ ৩। "In Your News Feed" এর অধীনে "See First" সিলেক্ট করুন।

এই পেজের সব নতুন পোস্ট আপনি যদি দেখতে চান তবে আপনাকে ফলো করতে হবে আরও দুটি স্টেপ।

স্টেপ ৪। "Notification" এর পাশে পেনসিল আইকনে ক্লিক করুন।

স্টেপ ৫। আপনার স্ক্রিনে "Choose what you see from this page" ডায়ালগ বক্সটি আসবে। সেখানে "Post" সিলেক্ট করে ডান করে দিন।

এবার আপনি আর আপনার পছন্দের পেজের একটিও পোস্ট মিস করবেন না।

মোবাইল থেকে কি করবেন?

স্টেপ ১। যে পেজের পোস্ট বেশি দেখতে চান সেই পেজটি মোবাইল অ্যাপ থেকে ওপেন করুন।

স্টেপ ২। "Following" ট্যাপ করুন।

স্টেপ ৩। এবার "Get notifications" অন করে "See First" সিলেক্ট করুন।

এর পরে আপনার পছন্দের পেজের নতুন সব পোস্টের নোটিফিকেশান চলে আসবে আপনার প্রোফাইলে। এছাড়াও আপনার নিউজ ফিডে প্রথম পোস্ট থাকবে এই পেজগুলি থেকে।

দাম কমল স্যামসাং গ্যালাক্সি জে৭ নেক্সটের, মিলছে ৯,৯৯০ টাকায়দাম কমল স্যামসাং গ্যালাক্সি জে৭ নেক্সটের, মিলছে ৯,৯৯০ টাকায়

Best Mobiles in India

English summary
If you don’t want to miss any posts from your favorite Facebook page, you need to make few changes to receive the notification of the posts.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X