নিউ ইয়ার ২০২১: নতুন বছরের শুভেচ্ছার হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

অবশেষে শেষ হতে চলেছে ২০২০। হাজার ঝড় ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে এই অবিস্মরণীয় বছর শেষ হতে চলেছে। ২০২১ সালকে সাদরে গ্রহণ করতে অধীর আগ্রহে বসে রয়েছেন অনেকেই। আগে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনকে কার্ড দেওয়া হলেও সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্টিকার সেই জায়গা নিয়েছে।

নিউ ইয়ার ২০২১: নতুন বছরের শুভেচ্ছার হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করবেন

বছরের অন্যান্য উৎসবের নতুন ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জনাতে ইতিমধ্যেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ স্টিকার প্যাক সামনে এসেছে। কিন্তু সেই স্টিকারগুলি ডাউনলোড করে প্রিয়জনকে পাঠাবেন কীভাবে? দেখে নিন।

কী কী থাকা প্রয়োজন?

একটি অ্যানড্রয়েড ফোন

ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইন্সটল থাকতে হবে

ইন্টারনেট কানেকশন

নতুন বছরের শুভেচ্ছার হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করতে কী করবে? ধাপে ধাপে দেখে নিন

স্টেপ ১। গুগল প্লে স্টোর ওপেন করে 'নিউ ইয়ার হোয়াটসঅ্যাপ স্টিকার’ সার্চ করুন।

স্টেপ ২। এবার পছন্দের স্টিকার প্যাক বেছে ডাউনলোড করুন।

স্টেপ ৩। ডাউনলোড করা স্টিকার প্যাক ওপেন করে সামনে 'অ্যাড/+’ বাটনে ট্যাপ করুন।

স্টেপ ৪। অ্যাড করার পর যে কোন হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো ওপেন করুন।

স্টেপ ৫। এবার ইমোজি আইকনে ট্যাপ করুন। পরে টেক্সটবক্স এরিয়া সিলেক্ট করুন।

স্টেপ ৬। নীচে নীচে স্টিকার আইকন সিলেক্ট করুন।

স্টেপ ৭। এবার যে স্টিকার প্যাকটি সবেমাত্র যোগ করলেন সেটি সিলেক্ট করুন।

স্টেপ ৮। যে কোন স্টিকার সিলেক্ট করে সেন্ড করুন।

যদিও শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই এই পদ্ধতি ব্যবহার করে স্টিকার পাঠাতে পারবেন। আইওএস ডিভাইসে স্টিকার ব্যবহারের জন্য পৃথক পদ্ধতি অনুসরণ করতে হবে। যে কোন অ্যানড্রয়েড ডিভাইস থেকে পাঠানো স্টিকার আইওএস ডিভাইসে সেভ করে ভবিষ্যতে ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

English summary
How To Send And Receive New Year WhatsApp Stickers

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X