কম্পিউটারে থেকে SMS পাঠাবেন কীভাবে?

|

সোশ্যাল মিডিয়া আসার বিপুলভাবে SMS এর জনপ্রিয়তা কমেছে। এখন SMS করে টেক্সট মেসেজ পাঠানোর পরিবর্তে WhatApp, Facebook এর বেশি স্বাচ্ছন্দ আম জনতা। তবে বিপদের সময়ে এখনো ভরসা সেই SMS। হঠাৎ ডাটা কাজ করা বন্ধ করে দিলে অথবা কম সিগনাল রেঞ্জে থাকবে টেক্সট মেসেজ পাঠাতে ভরসা সেই পুরোনো SMS।

কম্পিউটারে থেকে SMS পাঠাবেন কীভাবে?

সম্প্রতি SMS এর জন্য নতুন অ্যাপ লঞ্চ করেছে গুগল। অ্যানড্রয়েডে যোগ হয়েছে এই ফিচার। এর সাথেই Android Message এর একটি ওয়েব অ্যাপ লঞ্চ হয়েছে। এছাড়াও Windows 10 অপারেটিং সিস্টেম Android স্মার্টফোন কমপেনিয়ান অ্যাপ আপডেট হয়েছে। এর ফলেই ডেস্কটপ কম্পিউটার থেকেই SMS পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে?

খেয়াল রাখুন

১. কম্পিউটারে লেটেস্ট Windows 10 চলা বাধ্যতামূলক।

২. স্মার্টফোন কানেক্ট করার জন্য একটি USB কেবেল অথবা WiFi কানেক্টিভিটি।

৩. একটি Android স্মার্টফোন।

৪. Windows Store থেকে 'Your Phone’ অ্যাপ ডাউনলোড করুন।

৫. Android ফোনে Microsoft অ্যাপ ইনস্টল করুন।

নীচের পদ্ধতিতে কম্পিউটার থেকে SMS ব্যবহার করুন:

১. কম্পিউটারে 'Your Phone' অ্যাপ ওপেন করুন।

২. 'Get Started' এ ক্লিক করে 'Link Phone' অপশান সিলেক্ট করুন।

৩. এখানে আপনার ফোন নম্বর দিয়ে সেন্ড করে দিন।

৪. ফোনে SMS এ লিঙ্ক থেকে 'Microsoft Apps' ইনস্টল করুন।

৫. 'Microsoft Apps' অ্যাপ ওপেন করে 'Get Started' এ ক্লিক করে পেয়ার করা শুরু করুন।

৬. কম্পিউটারে যে Microsoft অ্যাকাউন্ট থেকে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করুন।

৭. সব পার্মিশান 'Allow’ করে দিন।

৮. এভার কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লক করে 'Messages' এ গিয়ে SMS সেন্ড ও রিসিভ করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
send, receive and reply to the text messages but also share photos, videos, and other multimedia content directly on your PC.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X