গুগল অ্যাসিস্ট্যান্ট ডিভাইসের সাথে স্পটিফাই লিঙ্ক করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

ক্রমশ ভারতের অন্যতম জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ হয়ে উঠছে স্পটিফাই। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ। এর পর থেকে ভারতে হু হু করে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। সব ধরনের ডিভাইস থেকেই স্পিটিফাই চালানো যায়। এছাড়াও সব ধরনের বিভাগেই অসংখ্য গানের ডালি নিয়ে হাজির হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ।

 
গুগল অ্যাসিস্ট্যান্ট ডিভাইসের সাথে স্পটিফাই লিঙ্ক করবেন কীভাবে?

কয়েক দিন ব্যবহারের পরে স্পটিফাই আরও বেশি উপোভোগ করবেন আপনি। যে ধরনের গান শুনতে ভালবাসেন সেই ধরনের গান প্লে লিস্টে আরও বেশি করে দেখায় স্পটিফাই। এছাড়াও গুগল ম্যাপস ও গুগল অ্যাসিস্ট্যন্টের মাধ্যমে এই মিউজিক অ্যাপ নিয়ন্ত্রণ করা যায়। ফ্রি ও প্রিমিয়াম দুই ধরনের স্পটিফাই গ্রাহকরাই যে কোন গুগল অ্যাসিস্ট্যান্ট ডিভাইসের সাথে স্পটিফাই ব্যবহার করতে পারবেন।

বাড়িতে যদি গুগল হোম স্মার্ট স্পিকারের মতো গুগল অ্যাসিস্ট্যনাট ডিভাইস থাকে তবে নীচের উপায়ে সেই ডিভাইসের সাথে নিজের স্পটিফাই অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন।

 

স্টেপ ১। গুগল হোম অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। এবার অ্যাকাউন্টস সিলেক্ট করে স্পটিফাই সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার লিঙ্ক অ্যাকাউন্ট বিভাগে পৌঁছে যাবেন।

স্টেপ ৪। এখানে আপনার স্পটিফাই অ্যাকাউন্ট থেকে লগ ইন করুন।

স্টেপ ৫। এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিলে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে স্পটিফাই লিঙ্ক হয়ে যাবে।

স্মার্টফোন ও গুগল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও ক্রোম কাস্ট থেকে স্পটিফাই কানেক্ট করা যায়। সেই ক্ষেত্রে গুগল হোম স্মার্ট স্পিকার থেকে কন্ঠস্বরের মাধ্যমে টিভিতে স্পটিফাই নিয়ন্ত্রণ করা যাবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও গুগল ম্যাপস এর নেভিগেশন স্ক্রিন নিয়ন্ত্রণ করা যায় স্পটিফাই। যা গাড়ি চালানোর সময় পছন্দের গান শোনা সহজ করে দেয়।

Best Mobiles in India

Read more about:
English summary
Spotify users in the country can now voice control their favourite tunes with their Google Assistant. It's available for both Free and Premium on all supported devices, including the Google Home smart speaker.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X