হোয়াটসঅ্যাপ থেকেই হবে ইউপিআই পেমেন্ট, দেখে নিন কীভাবে?

By Gizbot Bureau
|

শুক্রবার থেকে ভারতে ইউপিআই পেমেন্ট শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। বিগত এক বছরের বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবে এই ফিচার শুরু করেছিল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। অবশেষে আইনী বাধা টপকে সব গ্রাহকের জন্য এই ফিচার নিয়ে মার্কিন কোম্পানিটি। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্টের খবর জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপ থেকেই হবে ইউপিআই পেমেন্ট, দেখে নিন কীভাবে?

এর পরেই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, “সহজ উপায় ব্যবহার করে মেসেজ পাঠানোর মতোই সহজে টাকা লেনদেন করা যাবে।”

“পরিবারের সদস্য, প্রিয়জন ও অন্যান্য ব্যাক্তিদের ব্যাঙ্কে না গিয়েই মোবাইলের মাধ্যমে সুরক্ষিতভাবে ব্যাঙ্ক ট্রান্সফার করা যাবে।" বিবৃতিতে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে টাকা লেনদেনের পদ্ধতি

হোয়াটসঅ্যাপের মধ্যমে লেনদেনের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটি ডেবিট কার্ড থাকা বাধ্যতামুলক। ইউপিআই পদ্ধতির মাধ্যমে হোয়াটসঅ্যাপে লেনদেন হবে। সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ থেকে প্রত্যেক লেনদেনের আগে নির্দিষ্ট পিন দিতে হবে।

অয়াকাউন্ট সেট আপ করতে নীচের পদ্ধতি অনুসরন করুন

১। মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে 'তিন ডট মেনু’-তে ক্লিক করুন।

২। 'পেমেন্টস’ সিলেক্ট করে 'অ্যাড পেমেন্টস মেথড’ সিলেক্ট করুন।

৩। এবার ডিসপ্লের উপরে একাধিক ব্যাঙ্কের তালিকা ভেসে উঠবে।

৪। ব্যাঙ্কের নাম সিলেক্ট করার পরে আপনার ফোন নম্বরের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তা খুঁজে পেতে ফোন থেকে একটি এসএমএস পাঠানো হবে।

৫। এবার 'ভেরিফাই ভায়া এসএমএস’ সিলেক্ট করে ভেরিফিকেশন শেষ করতে হবে।

৬। ভেরিফিকেশন শেষ হলে পেমেন্ট সেট আপ শুরু করা যাবে।

৭। ইউপিআই পেমেন্টের জন্য একটি পিন থাকা বাধ্যতামুলক।

৮। এর পরেই পেমেন্ট পেজে আপনার ব্যাঙ্কের নাম দেখতে পাবেন।

টাকা লেনদেন করবেন কীভাবে?

১। হোয়াটসঅ্যাপে যে কোন চ্যাট ওপেন করে 'অ্যাটাচমেন্ট’ অপশনে ট্যাপ করুন।

২। এবার 'পেমেন্ট’ সিলেক্ট করে যত টাকা পাঠাতে চান সেটা লিখে দিন।

৩। লেনদেনের জন্য ইউপিআই পিন দিন।

৪। টাকা পাঠানোর পরে একটি মেসেজ পেয়ে যাবেন।

শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনে এই ফিচার ব্যবহার করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
How To Setup WhatsApp Pay On Android And iOS Devices

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X