পাঁচটি সহজ উপায়ে আপনার Windows 10 PC ফাস্ট করে তুলুন

By GizBot Bureau
|

অনেকদিন ব্যবহারের পরে যে কোন Windows পিসি স্লো হতে শুরু করে। আর তখনই কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা অসহনীয় হয়ে পড়ে। তবে কম্পিউটারের পুরনো হার্ডওয়্যার সবসময় তার স্লো হওয়ার কারন নতুন। বেশিরভাগ সময়ের কম্পিউটারের সফওয়্যারের কারনেই পারফর্মেন্স বিপুল হারে কমে যায়। আর আপনার Windows 10 কম্পিউটারে যদি এই সমস্যা দেখা যায় নীচের পদ্ধতিগুলি ব্যবহার করে আপনার কম্পিউটারকে আবার চাঙ্গা করে তুলুন।

পাঁচটি সহজ উপায়ে আপনার Windows 10 PC ফাস্ট করে তুলুন

'Autoloaders’ রিমুভ করুন

আপনার ডেক্সটপ বা ল্যাপটপ পার অন করলেই একসাথে একাধিক সফটওয়্যার চলতে শুরু করে। এই সফটওয়্যারগুলিকে খুব সহজেই চিনে নেওয়া যায়। টাক্স বারে রাইট ক্লিক করে টাক্স ম্যানেজার ওপেন করুন। এখানে আপনি স্টার্টাপ নামে একটি ট্যাব পাবেন। কম্পিউটার অন হওয়ার সময় যে সফটওয়্যারগুলি নিজে থেকে চলতে শুরু করে তার লিস্ট পেয়ে যাবেন এখানে। এরপরে অপ্রয়োজনীয় সব অ্যাপ এ রাইড় ক্লিক করে ডিজএবেল করে দিন।

Windows Tips বন্ধ করুন

Windows 10 এর সব লেটেস্ট ফিচার সম্পর্কে আপনাকে ক্রমাগত তথ্য পাঠাতে থাকে Microsoft। কিন্তু এই কারনেরইন আপনার ল্যাপটপ স্লো হয়ে যায়। আর 'tips and tricks’ ডিজএবেল করতে সেটিংস এ যান। এরপরে সিস্টেম সিলেক্ট করুন। এবার বাঁ দিকে 'Notifications and Actions’ দেখতে পাবেন। এখানেই 'Get tips, tricks and suggestions’ ডিজএবেল করে দিন।

ডিস্ক ক্লিনআপ

Windows এর প্রথম থেকেই এই ফিচার চলে আসছে। তাই অনেকেই এই ফিচারের সাথে পরিচিত। Windows 10 এ ডিস্ক ক্লিনআপ এর জন্য কোর্টানা সার্চ ফিল্ডে Disk Cleanup লিখে সার্চ করুন। আর এর মাধ্যমে আপনার সিস্টেম পার্টিশানে অনেকটা জায়গা বেঁচে যাবে।

Bloatware রিমুভ করুন

একাধিক কোম্পানি তাদের ল্যাপটপে তাদের নিজস্ব অ্যাপ প্রিলোড করে ল্যাপটপ বিক্রি করে। ল্যাপটপপ্রস্তুতকারী কোম্পানির এই অ্যাপগুলি রিমুভ করুন। এর জন্য স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে 'Control Panel’ ওপেন করুন। এখানে প্রোগ্রাম ট্যাবে লিস্টে এই অ্যাপগুলি খুঁজে বার করে রাইট ক্লিক করে আন ইন্সটল করে দিন।

Windows 10 এর লুক বদল করুন

আপনার Windows 10 অপরেটিং আইয়াটেমের লুকে বদল এনে কম্পিউটারে পারফর্মেন্সে উন্নতি করতে পারেন। এর জন্য স্টার্ট এ রাইট ক্লিক করে সিস্টেম সিলেক্ট করুন। এখানে বাঁ দিকে 'Advanced System Settings’ পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে System Properties Dialog box ওপেন হয়ে যাবে। এখানে সেটিংস এ ক্লিক করে 'Adjust for best performance’ সিলেক্ট করে সেভ করে দিন।

কোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডাকোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডা

Best Mobiles in India

Read more about:
English summary
How to speed up Windows 10 on your PC or laptop following 5 quick steps

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X