Android ও iOS ডিভাইসে Google Assistant ব্যবহার করবেন কীভাবে?

By GizBot Bureau
|

২০১৬ সালে কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট Google Assistant লঞ্চ করেছিল Google। বাজারে একই রকমের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট লঞ্চ করেছে Apple, Amazon, Samsung এর মতো টেক জায়েন্ট্রাও। কিন্তু নিজের প্রতিযোগী Siri, Alexa ও সম্প্রতি লঞ্চ হওয়া Bixbi এর থেকে অনেকটাই এগিয়ে Google Assistant। Android, iOS সহ স্মার্ট টিভি, রেফ্রিজারেটার, স্মার্ট স্পিকারের মতো ডিভাইসেইও Google Assistant ব্যবহার করা যায়।

 
Android ও iOS ডিভাইসে Google Assistant ব্যবহার করবেন কীভাবে?

সার্চ করার পাশাপাশি এখন ঘরের লাইট বন্ধ করা থেকে ফোনের WiFi অফ করার মত্তো কাজও কন্ঠস্বর এর মাধ্যমে Google Assistant দিয়ে করা যায়। নিজের ফোনে Google Assistant ইনস্টল করতে হলে নীচের পদ্ধতি অবলম্বল করুন।

Google Assistant ডাউনলোড করবেন কীভাবে?

 

বেশিরভাগ ফোনেই Google Assistant প্রি-ইনস্টলড থাকবে। যদি Google Assistant ইনস্টল না থাকে তবে Android গ্রাহকরা Google Play Store এ গিয়ে সহজেই Google Assistant ডাউনলোড করে নিতে পারেন। iOS গ্রাহকদের Google Assistant ডাউনলোড করতে App Store এ যেতে হবে।

Android ডিভাইসে Google Assistant সেট আপ

স্টেপ ১। হোম বাটন প্রেস করে তিন সেকেন্ড হোল্ড করুন।

স্তেপ ২। সবার Google Assistant এর টার্মস ও কন্ডিশান এগ্রি করুন।

স্টেপ ৩। 'ভয়েস কমান্ড অ্যাকটিভেট’ করে 'OK Google’ কমান্ড অ্যাকটিভেট করুন।

স্টেপ ৪। এবার ডান এ ক্লিক করলে আপনার ফোনে Google Assistant সেট আপ শেষ হয়ে যাবে।

iOS ডিভাইসে Google Assistant সেট আপ

স্টেপ ১। Google Assistant অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। অ্যাপ এর মধ্যে নির্দেশাবলী মেনে চলুন।

স্টেপ ৩। 'Ok Google’ ডিটেকশান অন করে দিন।

স্টেপ ৪। অ্যাপ আপনাকে চারবার 'Ok Google' ও 'Hey Google’ কমান্ড বলতে বলবে।

স্টেপ ৫। এই স্টেপ শেষ করে নিলে আপনার ডিভাইসে Google Assistant সেট আপ হয়ে গিয়েছে।

JioPhone-এ Google Maps ইনস্টল করবেন কীভাবে?JioPhone-এ Google Maps ইনস্টল করবেন কীভাবে?

Best Mobiles in India

Read more about:
English summary
if you are wondering how to get going with Google Assistant on your smartphone, here’s a complete ready-to-use guide for you.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X