Just In
একই গুগল পে অ্যাকাউন্টে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন কীভাবে?
ভারতের অন্যতম জনপ্রিয় টাকা লেনদেনের অ্যাপ গুগল পে। গত কয়েক বছরে ভারতে ডিজিটাল লেনদেনে বিপ্লব এনেছে এই অ্যাপ। শুরুতে গ্রাহকদের বিপুল পরিমান ক্যাশব্যাক দিয়ে ভারতের গ্রাহকের মন জিতেছে গুগল পে। এই অ্যাপে ইউপিআই পদ্ধতিতে টাকা লেনদেন হয়। ফলে গুগল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না করলে লেনদেন সম্ভব নয়। মজার বিষয় হল একই অ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করে গুগল পে থেকে লেনদেন করা যায়। একই গুগল পে অ্যাকাউন্টে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন কীভাবে? দেখে নিন।

যা যা প্রয়োজন
ফোনে গুগল পে অ্যাপ
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক
যে নম্বর লিঙ্ক করা সেই নম্বরটি স্মার্টফোনে থাকতে হবে
কীভাবে গুগল পে তে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন?
স্টেপ ১। গুগল পে অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে অপশন সিলেক্ট করুন।
স্টেপ ২। এবার 'পেমেন্ট মেথড’ সিলেক্ট করুন।
স্টেপ ৩। পেমেন্ট মেথড সিলেক্ট করে 'অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ সিকেল্ট করুন।
স্টেপ ৪। এবার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট যোগ করবেন তালিকা থেকে সেই ব্যাঙ্কের নাম সিলেক্ট করুন।
স্টেপ ৫। ভেরিফিকেশন শেষ হলে 'ইউপিআই পিন’ তৈরী করুন।
স্টেপ ৬। এসএমএস কোড থেকে কনফার্ম করুন।
স্টেপ ৬। নতুন পিন করফার্ম করুন।
নোট: একটি অ্যাকাউন্ট যোগ করার পরে পরবর্তী অ্যাকাউন্ট যোগ করা যাবে। সেই ক্ষেত্রে যে কোন একটি অ্যাকাউন্টকে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। একই উপায়ে একাধিক ব্যাঙ্ক অয়াকাউন্ট সিলেক্ট করা যাবে। প্রাইমারি অ্যাকাউন্ট সেট করবেন কীভাবে? দেখে নিন।
স্টেপ ১। সেটিংস এ যান।
স্টেপ ২। সেটিংস এর মধ্যে পেমেন্ট মেথড সিলেক্ট করুন।
স্টেপ ৩। যে অ্যাকাউন্ট প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করুন।
স্টেপ ৪। এর পরে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করে ফেলুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470