YouTube-এ আসক্তি কাটানোর সহজ উপায়

By GizBot Bureau
|

Google I/O 2018 এ YouTube অ্যাপ এ 'Take a break’ ফিচার লঞ্চ করেছিল Google। গ্রাহকদের YouTube অ্যাপ এ নেশা কাটাতে নতুন এই ফিচার লঞ্চ করেছে YouTube। এই ফিচারে একটানা YouTube ব্যবহারের সময় কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝতে পারিনা। আর তাই YouTube এ ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর বিরতি নেওয়ার এই ফিচার লঞ্চ করেছে Google। এর মাধ্যমেই অ্যাপটি নিজেই YouTube এর আসিক্তি কাটাতে সাহায্য করবে।

 
YouTube-এ আসক্তি কাটানোর সহজ উপায়

সম্প্রতি স্মার্টফোনে আসক্তি নিয়ে মনোবিজ্ঞানীরা চিন্তিত হয়ে পড়েছেন। অধিক আসক্তির কারনে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব পড়তে শুরু করেছে। আর সেই কথা মাথায় রেখে টেক জায়েন্ট কোম্পানিগুলি আসক্তি কাটাতে নতুন ফিচার যোগ করেছে। iOS 12 এ নতুন এক ফিচারে গ্রাহক কতক্ষণ সময় স্মার্টফোনে ব্যায় করছেন তা জানতে পারবেন। আর এই তালিকাতেই নাম লিখিয়ে YouTube নতুন এই 'Take a break’ ফিচারটি লঞ্চ করেছে।

নিজের ফোনে YouTube অ্যাপ এ 'Take a break’ এনেবেল করে YouTube এর আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় দেখে নিন।

 

স্টেপ ১। অ্যানড্রয়েড বা iOS ফোনে YouTube অ্যাপটি আপডেট করে ওপেন করুন।

স্টেপ ২। ডান দিকে উপরে অ্যাকাউন্ট অপশানে ট্যাপ করুন।

স্টেপ ৩। এরপরে সেটিংস এ যান।

স্টেপ ৪। এবার মেনুর মধ্যে গেনারেল সেকশান সিলেক্ট করুন

স্টেপ ৫। এবার 'Remind me to take a break’ অপশানটি এনেবেল করে দিন।

স্টেপ ৬। এবার কতক্ষণ অন্তর আপনাকে মনে করাবে সেই সময় YouTube অ্যাপ কে জানিয়ে দিন।

এবার YouTube এ ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর অ্যাপ থেকে নোটিফিকেশানে আপনাকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে। আপনি যদি বিরতি নিতে না চান তবে নোটিফিকেশানটি 'ডিসমিস’ করে ভিডিও দেখা চালিয়ে জেতে পারেন।

শিঘ্রই নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করবে Nokiaশিঘ্রই নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করবে Nokia

Best Mobiles in India

Read more about:
English summary
How to use the ‘Take a break’ feature on YouTube

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X