কীভাবে WhatsApp-এ গ্রুপ ভিডিও কল করবেন?

By GizBot Bureau
|

সম্প্রতি গ্রুপ ভিডিও কলিং ফিচার লঞ্চ করেছে WhatsApp। বহু দিন ধরেই এই ফিচারের অপেক্ষাইয় বসে ছিলেন সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ গ্রাহকরা। এই ফিচার প্রথম ঘোষনা করা হয়েছিল ফেসবুকের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে। ২০১৪ সালে WhatsApp কে কিনে নিয়েছিল ফেসবুক। WhatsApp V.2.18.189 ভার্সানে নতুন এই ভিডিও কলিং ফিচার দেখা গিয়েছে।

 
কীভাবে WhatsApp-এ গ্রুপ ভিডিও কল করবেন?

আপনার ফোনে যদি এখনো এই ফিচার না আসে তবে জেনে নিন কীভাবে WhatsApp থেকে গ্রুপ ভিডিও কলিং করা যাবে। প্রথমে আপনাকে লেটেস্ট ভার্সানের WhatsApp ডাউনলোড করে নিতে হবে।

 

স্টেপ ১। যাকে কল করতে চান তার চ্যাট ওপেন করুন।

স্টেপ ২। এবার ভিডিও কল বাটনে ট্যাপ করুন।

স্টেপ ৩। প্রথম ব্যক্তির সাথে ভিডিও চ্যাট শুরু করুন।

স্টেপ ৪। প্রথম ব্যাক্তি আপনার কল ধরলেই তার ডান দিকে উপরে এই চ্যাটে আরও লোক ঢোকানোর অপশান চলে আসবে।

স্টেপ ৫। এই আইকনে ট্যাপ করলেই আপনার কনট্যাক্ট লিস্ট ওপেন হয়ে যাবে।

স্টেপ ৬। তৃতীয় ব্যাক্তির কাছে ফোন গেলে তিনি ফোনের উত্তর দেওয়ার আগেই জানতে পারবেন ইতিমধ্যেই কারা এই ভিডিও কলে রয়েছেন।

একসাথে একজনের বেশি ব্যাক্তিকে গ্রুপ কলে ঢোকানো সম্ভব না। একজন ফোন ধরলে তবেই পরের ব্যক্তিকে গ্রুপে ঢোকানোর জন্য ফোন করা যাবে। এছাড়াও এই ফিচার ব্যবহারের জন্য আপনাকে WhatsApp এর বিটা ভার্সান ব্যবহার করতে হবে না। আমরা এই ফিচার পরীক্ষা করার সময় একসাথে চার জন ব্যক্তিকে একই গ্রুপে যোগ করতে পেরেছি। চতুর্থ ব্যাক্রিকে গ্রুপে যোগ দেওয়ানোর পরে নতুন ব্যাক্তি যোগের বাটনটি ডিসেবেল হয়ে যায়। এছাড়াও যদি কারও কাছে WhatsApp এর বিটা ভার্সান না থাকে তাকে কল করেও গ্রুপ ভিডিও কল শুরু করা সম্ভব।

পডকাস্ট প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল গুগলপডকাস্ট প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল গুগল

Best Mobiles in India

Read more about:
English summary
The much-awaited WhatsApp feature is here, How tomake a group video call on WhatsApp?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X