অ্যান্ড্রয়েডের ডিফল্ট ভয়েস সেটিংস হিসেবে অ্যালেক্সাকে রাখবেন কীভাবে

By Sabyasachi Chakraborty
|

১৯৬২ সালের সিয়াটেল ওয়ার্ল্ড ফেয়ার। আইবিএম প্যাভিলিয়নে আইবিএম শ্যুবক্সের ডেমন্সট্রেশন হয়। সেই শ্যুবক্স কথা শুনে চিনতে পারে, পারফর্মিং ম্যাথমেটিক্যাল ফাংশন রেকগনাইজ করতে পারে। ১৬টি কথা ,০ থেকে ৯ পর্যন্ত চেনার ক্ষমতা রয়েছে তার। সাধারণ মাপের মার্কিন শ্যুবক্সের সাইজের সেটি। ডিভাইসটিকে আপনার মন মতো আদেশ দিলেই হবে।

অ্যান্ড্রয়েডের ডিফল্ট ভয়েস সেটিংস হিসেবে অ্যালেক্সাকে রাখবেন কীভাবে

প্রথম ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এরপর ষাট বছর কেটে গিয়েছে। এখন বিষয়টা অনেক এগিয়েছে।

Amazon Echo এবং Google Home এ ক্ষেত্রে দুটো বড় নাম। অ্যামজন ইকো ও অ্যামাজন ইকো ডটে প্রথম অ্যালেক্সা ব্যবহার করা হয়। অ্যালেক্সা একসঙ্গে অনেক ডিভাইসকে কন্ট্রোল করতে পারে। এরপর অ্যান্ড্রয়েডেও আসে অ্যালেক্সা।

গুগল ভয়েস অ্যাস্টিস্ট্যান্টেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অভ্যস্ত। কিন্তু অ্যালেক্সা বেটার। কী করে অ্যালেক্সাকে মোবাইলে আনা যাবে, দেখা যাক

১. ডাইনলোড করুন Amazon Alexa app, করার পর আপনার ডিভাইসে ইনস্টল করুন

২. অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করুন

৩. ডিভাইসের সেটিংসে যান 'Apps & notifications’-এ গিয়ে অ্যাডভান্সড অপশনে ক্লিক করুন

৪. ডিফল্ট অ্যাপে ক্লিক করুন। অ্যাসিস্ট অ্যান্ড ভয়েস ইনপুট সিলেক্ট করুন। ক্লিক করুন অ্যাসিস্ট অ্যাপে

৫. অ্যালেক্সা অপশন হিসেবে আসবে

৬. হোম বাটনে ট্যাপ আর হোল্ড করে একে পাওয়া যাবে

প্রথমবার ব্যবহার করলে এটি মাইক্রোফোন আর লোকেশন ব্যবহারের পারমিশন চাইবে। দিয়ে দেবেন।

তবে একটা সমস্যা আছে, সেটা হল অ্যালেক্সাকে প্রতিবার জাগানোর জন্য নির্দিষ্ট একটা শব্দ আপনাকে বলতে হবে।

Google Pixel-এ রয়েছে Active Edge অপশন। ফোন স্কুইজ করে এতে ভয়েস অ্যাসিস্ট্যান্স অ্যাক্টিভেট করা যায়। অ্যালেক্সা যেহেতু গুগলের নিজস্ব নয়, তাই এটাকে একটু অন্যভাবেই কাজে লাগাতে হয়।

গুগল পিক্সেল ২-তে অ্যালেক্সা সহজে কাজ করে। কয়েকটি স্যামসাং ডিভাইসেও এর পারফরম্যান্স ভাল।

কিভাবে ডাউনলোড করবেন নতুন ওয়ানপ্লাস ৬ এর ওয়ালপেপারকিভাবে ডাউনলোড করবেন নতুন ওয়ানপ্লাস ৬ এর ওয়ালপেপার

Best Mobiles in India

Read more about:
English summary
Bring Alexa to your Android device and make it your default voice assistant by following these simple steps.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X