গুগুলের 'এডিট স্ক্রিনশট' ফিচার ব্যাবহার করবেন কিভাবে?

|

আজ স্মার্টফণের যুগে স্ক্রিনশট নামটির সাথে আমরা সবাই যুক্ত। নিজের স্ক্রিনের তথ্য অন্যদের সাথে শেয়ার করার জন্য সবথেকে কার্যকারী ফিচার অবশ্যই স্ক্রিনশট।

গুগুলের 'এডিট স্ক্রিনশট' ফিচার ব্যাবহার করবেন কিভাবে?

এবার গুগুল অ্যাপের বিটা ভার্সানের মাধ্যমে যে কোন স্ক্রিনশট এডিট করা যাবে। এই ফিচার পাওয়া যাবে গুগুল অ্যাপের ৭.২১ ভার্সানে।

ফ্রি ও ওপেন প্ল্যাটফর্ম হওয়ার জন্য অ্যানড্রয়েডের কাস্টোমাইজেশান অন্য যে কোন অপারেটিং সিস্টেমের থেকে বেশি। এছাড়াও বেশিরভাগ অ্যানড্রয়েড ফোনে থাকে কাস্টম স্কিন। কিন্তু স্টক অ্যানড্রয়েডে এই স্ক্রিনশট এডিটের অপশান একেবারে নতুন।

এক রিপোর্টে জানা গিয়েছে গত এপ্রিল ২০১৭ থেকে এই ফিচারের জন্য কাজ করছে গুগুল। বহু টেস্টিং এর পরে এই ফিচার সাধারন মানুষের কাছে নিয়ে আসা হয়েছে।

গুগুল অ্যাপ আপডেটের পর অ্যাকাউন্টস ও প্রাইভেসি চলে আসবে এই অপশান। সেখানে লিস্টের শেষের দিকে 'এডিট অ্যান্ড শেয়ার স্ক্রিনশট' অপশান পাবেন। এই অপশানটি অন করে নিতে হবে আপনাকে। এরপর স্ক্রিনশট নিলে একটি এডিট প্যানেল খুলে যাবে আপনার স্ক্রিনে।

বাজারে এল আইবল স্লাইড এনজো ভি৮, দাম ৮,৯৯৯বাজারে এল আইবল স্লাইড এনজো ভি৮, দাম ৮,৯৯৯

স্ক্রিনশট এডিট করার জন্য আপনাকে এডিট অপশান সিলেক্ট করতে হবে। এরপর খুলে যাবে একটি বেসিক পিকচার এডিটার। এরপর সেভ করে তা শেয়ার করতে পারবেন প্রিয়জনের সাথে।

Best Mobiles in India

Read more about:
English summary
Google has decided to add a feature within Android to let you manipulate the screenshots. You can use this to refine the screenshot before sharing. No updates have come out yet, but the beta version of this feature can be used in 7.21 version of the Google app.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X