আইওএস ১১-এ ফাইলস অ্যাপ কীভাবে ব্যবহার করবেন

By Sabyasachi Chakraborty
|

অবশেষে ফাইলস দেখা, ম্যানেজ আর গোছানোর জন্য অ্যাপ আনতে চলেছে অ্যাপল। ম্যাক ওসের ফাইন্ডারের মতো আইওএসেও এখন থাকবে ফাইলস। আই ক্লাউড এবং ক্লাউড বেসড অন্যান্য প্রোভাইডারের কাছ থেকে এখন ইউজাররা ফাইল শেয়ার, স্টোর বা অর্গানাইজ করতে পারবেন। আইওএস ১১ এবং তার ওপরের ভার্সানে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। কীভাবে এই সুবিধা নেবেন, রইল তা।

থার্ড পার্টি অ্যাপ অ্যাড করা যাবে

থার্ড পার্টি অ্যাপ অ্যাড করা যাবে

Box, Dropbox, OneDrive-এর মতো থার্ড পার্টি অ্যাপ অ্যাকসেস করা যাবে। থার্ড পার্টি এই অ্যাপ অ্যাড করুন এভাবে,

ধাপ ১- প্রথমে থার্ড পার্টি ক্লাউড অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।

ধাপ ২- ফাইলস অ্যাপে যান

ধাপ ৩- Tap Locations -> Edit

ধাপ ৪- ফাইলস অ্যাপে যেটি ব্যবহার করতে চাইছেন, সেই থার্ড পার্টি অ্যাপের টুগল অন করুন

ধাপ ৫- ব্যাস, কাজ শেষ

ফাইল অর্গানাইজ করা

ফাইল অর্গানাইজ করা

কোনও ডিভাইসে যদি চেঞ্জ কিছু করতে চান, আপনা আপনি এডিট অন হয়ে যাবে। আই ক্লাউড ড্রাইভ ব্যবহার করছে অন্য সেরকম ডিভাইসেও তা আপনিই হবে।

এই মাসেই লঞ্চ হতে পারে বেজেল লেস ক্যানভাস ইনফিনিটি প্রোএই মাসেই লঞ্চ হতে পারে বেজেল লেস ক্যানভাস ইনফিনিটি প্রো

 বন্ধুদের সঙ্গে ফাইল শেয়ার

বন্ধুদের সঙ্গে ফাইল শেয়ার

আইক্লাউড ড্রাইভে রয়েছে, এরকম কোনও ফাইলের লিঙ্ক শেয়ার করা যাবে। যেটা পাঠাতে চাইছেন সেই ফাইল সিলেক্ট করুন, শেয়ার আইকনে ট্যাপ করুন। এয়ার ড্রপ মেসেজ, মেল যা কিছুতেই ফাইল শেয়ার করতে পারেন। লিঙ্ক কপি পেস্ট করতে ইনভাইটও করা যাবে।

ফাইল ডিলিট

ফাইল ডিলিট

ডিলিট আইকনে ট্যাপ করেই ফাইল ডিলিট করা যাবে। আইক্লাউড ড্রাইভ ফোল্ডার থেকে ফাইল ডিলিট হলে কিন্তু অন্যান্য ডিভাইস থেকেও সেই ফাইল ডিলিট হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন। অবশ্য রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে তা থেকে যাবে। তিরিশ দিনের মধ্যে তা আবার ইচ্ছে হলে ফিরিয়েও আনতে পারা যাবে।

সেক্ষেত্রে Locations > Recently Deleted-এ যান। এরপর যেটিকে ফের পেতে চাইছেন, সেই ফাইলটি সিলেক্ট করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
After a long time, Apple has decided to introduce an app to view, manage, and organize your files. Below are some of the way you can use the Files app to your advantage.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X