উইন্ডোজ ১০-এ অ্যাপ নোটিফিকেশন ডিস্যাবল করা যায় কীভাবে

উইন্ডোজ ১০-এ অ্যাপ নোটিফিকেশন বন্ধ করার উপায়

By Sabyasachi Chakraborty
|

অনেক সময়েই এরকম হয়, যে কোনও প্রোগ্রাম ইনস্টল করলেন, আর তার জেরে গুচ্ছের নোটিফিকেশন আসতে শুরু করল। স্বাভাবিকভাবেই এত নোটিফিকেশন বেশ বিরক্তিকর

উইন্ডোজ ১০-এ অ্যাপ নোটিফিকেশন ডিস্যাবল করা যায় কীভাবে

অ্যাকশন সেন্টারে গিয়ে সিস্টেম অ্যান্ড অ্যাপ নোটিফিকেশনে ঢুঁ মারতে পারেন। ম্যানেজ করতে পারেন নোটিফিকেশন গুলিকে। কীভাবে ধাপে ধাপে এগোনো যাবে, রইল তা,

উইন্ডোজ ১০-এ অ্যাপ নোটিফিকেশন ডিস্যাবল করা যায় কীভাবে


ধাপ ১-
Settings -এ যান> এরপর যান Notifications & Actions সেকশনে

ধাপ ২-
toggle on টার্ন অফ করুন

ধাপ ৩- এবার ধরা যাক, কিছু কিছু অ্যাপসের নোটিফিকেশন আপনি বন্ধ করতে চাইছেন না। স্ক্রল করে চলে যান Show Get notifications from these senders-এ। এরপর একটার পর একটা অ্যাপসের স্লাইডার টার্ন অফ করতে থাকুন। বাকি গুলো ছেড়ে দিন।

যদি পপ আপ মেসেজ এবং সাউন্ড কন্ট্রোল করতে চান, শো নোটিফিকেশন ব্যানার্স ও নোটিফিকেশন আসার পর প্লে আ সাউন্ডের অপশনে যেতে পারেন। এছাড়াও ক্যালেন্ডার এন্ট্রি ও অ্যালার্মের থেকে রেহাই পেতে লক স্ক্রিনে কিপ নোটিফিকেশন প্রাইভেটের অপশন আছে। কাজ ছেড়ে উঠে গেলে বা স্ক্রিন লক করে গেলে নোটিফিকেশনের ঝামেলা থাকবে না এক্ষেত্রে।

উইন্ডোজ ১০-এ এই রাস্তাগুলি ধরলেই অবাঞ্ছিত নোটিফিকেশনের হাত থেকে রেহাই মিলবে।

হাইপারলুপ কি জিনিস জানেন?হাইপারলুপ কি জিনিস জানেন?

Best Mobiles in India

Read more about:
English summary
You might install some program, where you might find yourself getting unwanted notifications. Check out the steps you can follow to disable notifications.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X